মূর্খ্য গীদাল হামারগুলা ভাওয়াইয়া গান গাই
নিবারণ পণ্ডিত
. গীদালের যন্ত্রণা
. ( চট্ কা সুরে )
মূর্খ্য গীদাল হামারগুলা ভাও
. হাল বাড়ীর কামাই সা
সুখ দুঃখের কথা যেলায় মন
. চট্ কা সুরে দুতারা ডা
স্বাধীন হইনু ঘর হারাইনু নাই
. পরার ভূইয়ত ঘর বান্ধি
দিন মনে সেই আড়াই টাকা
. মাইয়া ছাওয়ায় রুটি চা
হামি হয়তো মরি যাইম ভাই না বাঁচিম বেশী দিন
. ডাক্তারবাবু কইছেন হৃদরোগ বড়ই কঠিন
গান কবিতা বন্ধ হইল্ মোর আসর করা মানা
. কেমন করি গান করি ভাই হইল্ রে ভাবনা ||
ভাবিনু না হয ছাপি দিম মুই গান দুচারখানা
. সেন্সারে কাটিয়া গানের ভাবে রাখিল্ না
মনের আগুন চোখের জলে নিভানর কথাখানা
. সেন্সারে কয় আগুন শব্দ বলারে চলিবে না ||
আগুন বাদ দিয়া শুধু জল দিয়া কি করে গান গাই
. ভাবে বুঝিনু দুঃখ পাইলেও বলিবার উপায় নাই
হামার গান তোমরা ভাইরে সাঙ্গ ধরি নিও
. সময় এলে আগুনে গান হাজারো কন্ঠত গাহিও ||
. ******************
. সুচিতে...
[ জরুরীকালীন অবস্থার সময়ে বেতার কর্তৃপক্ষ “আগুন জ্বালো” শব্দটি থাকার কারণে রবীন্দ্রনাথ
ঠাকুরের “ব্যর্থ প্রাণের আর্বজনা পুড়িয়ে ফেলে” গানটি নিষিদ্দ করে | এই ঘটনা কবিকে ক্ষুব্ধ ও
ব্যথিত করে | তিনি এই গানটিতে সমগ্র সেন্সার ব্যবস্থার বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদে সোচ্চার হন |
কবি তখন হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় চিকিত্সার্থে কলকাতায় অবস্থান করছিলেন |
গানটি “গণনাট্য”, জানুয়ারী, ১৯৭৬ সংখ্যায় প্রকাশিত হয় |
শব্দার্থ :
গীদাল--- গ্রামীণ গীতিকার তথা গায়ক.
ডাঙ্গাই----- বাজাই,
যেলায়----যখন ,
পরার ভূইয়ত ---পরের জমিতে,
হামার--- আমার ,
কন্ঠত--- কন্ঠে
--- কঙ্কণ ভট্টাচার্য, লোককবি নিবারণ পণ্ডিতের গান ]
মিলনসাগর
ধর্মঘট তাই মূল্য বৃদ্ধি বাজার দরে পাইরে বাজার দরে পাই
. চাউলের কিলো কত বিকায় সেটার উল্লেখ নাইরে ||
সেনগুপ্তের সমীক্ষা শুন অমৃত সমান রে অমৃত সমান
. রসালো চিবান কথায় তিনি ভাগ্যবান রে ||
শুনিতে শুনিতে কান হইল ঝালাপালা রে হইল ঝালাপালা
. রসময় শুনিয়া কয় রেডিও ভাঙ্গ্যা ফেলারে ||
প্রাচীন কন্ঠে প্রাচীন গীত শুনি প্রতিদিন রে শুনি প্রতিদিন
. প্রাচীনের প্রধান্য দেখি কৈ তোরা নবীনরে ||
. ******************
. সুচিতে...
[ ১৯৭২ সালে কংগ্রেস দল পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন হবার পর বেতারে যে প্রচার চলছিল
তাকে ব্যঙ্গ করে রচিত | “গণনাট্য” মার্চ, ১৯৭৪ সংখ্যায় গানটি প্রকাশিত হয় --- কঙ্কণ ভট্টাচার্য,
লোককবি নিবারণ পণ্ডিতের গান ]
মিলনসাগর
কবি নিবারণ পণ্ডিতের কবিতা যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
|
শুনেন রে ভাই সমাচার
নিবারণ পণ্ডিত
. সমাচার
. ( চট্ কা সুরে )
. শুনেন রে
. ভাব ধরিল
মিঠা তেল হইল্
( আর ) ডাইলের
. পাথর থাকে
দাম বাড়িল ভাই
বউ এর মাথার
. সেটারও দা
মাছের দাম হইল্
. বাদ দিনু সা
. সাধারণ ধুতি
. আর বুঝিরে পি
. হাহাকার হ
. বেচি হইতেছে হালের গরু
বন্ধক রাখে কেউ বৌয়ের কানের সোনা
. অনাহার অর্ধাহারে
. কেউ চলিতেছে ধার করে
. শাখাই বাড়ী কেউ করছে আনাগোনা ||
. এবার বৃষ্টি হইল ভারী
. হয়নাই তরি তরকারি
. হাটত্ যাইয়া কি জিনিস বেচাই
. লাউ কুমড়া এটা ওটা
. এসবে আর পাইসা কয়টা
. বেচির জিনিস ঘরত কিছুই নাই ||
. কিনিতে চাই সস্তা দরে
. জিনিসের দাম রোজই বাড়ে
. দিল্লী বলে নামিছে বাজার
. তুমি আমি বুঝি সেটা
. সংসার চালান কিযে ল্যাঠা
মরণ হইলেক ভাই তোমার আর আমার ||
. ******************
. সুচিতে...
[ গানটির সঠিক রচনাকাল জানা যায় নি | ১৯৭৬ সালে গানটি কবির কাছ থেকে সংগৃহিত হয় |
--- কঙ্কণ ভট্টাচার্য, লোককবি নিবারণ পণ্ডিতের গান ]
মিলনসাগর
আরে ও মোর বন্ধু দরদীয়া
নিবারণ পণ্ডিত
. ( ভাওয়াইয়া ---- দরিয়া সুরে )
. আরে ও মোর
( বুঝি দেখ ) কাঁয় বনাইল্
. কোন দোষত্ গেইল
. বেচায়া কাইলেক্
কোন দোষত্ শেষ থালাবাটি
. কাঁয় হরিল্ তোর
. কাঁয় কাড়িল তোর
. দোষমনক তুই না রা
. ওই পূর্ণগোলাটা পূর্ণ হইল্
. হাজার ভিটা শূণ্য হইল্ রে
( বুঝি দেখ ) কাঁয় তোর বুকের রক্ত খাইলেক রে চুষিয়া ||
. কি আছে তোর ভয় ডর
. বাঁচির বাদে লড়াই করবে
মরবি যদি মরি যা তুই বাঁচার লড়াই করিয়া ||
. যাঁয় তোমাকে নিত্তি মারে
. মুখের গ্রাস হরণ করেরে
মূল দুষমনক্ বিনাশ কর তুই মড়ণ কামড় দিয়া ||
. ******************
. সুচিতে...
[ মূল পান্ডুলিপিতে উল্লেখিত রচনাকাল ২৫.৫.৭৬। গানটি গণনাট্য , অক্টোবর, ১৯৭৬ সংখ্যায়
প্রকাশিত হয় |
শব্দার্থ :
কাঁয়---- কে,
দোষত---- দোষে,
বাঁচির বাদে-- বাঁচার তরে,
নিত্তি--- নিত্য
--- কঙ্কণ ভট্টাচার্য, লোককবি নিবারণ পণ্ডিতের গান ]
মিলনসাগর
আবার কেউ বা আপন ঘর খুঁজিছে
দেশের উল্টা ভাব দেখিরে ||
কারো ভাঙলো মনের জোর
কারো দুখের রাত্রিভোর
কেউবা দেখি মনউল্লাসে হয়েছে বিভোর
আবার কেউ খেলতে চায় ঐ লুকোচুরি---
মুখের মধুর ভাব রাখিরে ||
. ******************
. সুচিতে...
[ মার্চ, ১৯৭৭-এ জনতা দল কেন্দ্রীয় সরকারে নির্বাচিত হওয়ার অব্যবহিত পরে রচিত।
--- কঙ্কণ ভট্টাচার্য, লোককবি নিবারণ পণ্ডিতের গান ]
মিলনসাগর
ওরে শুন শুন শুন মন দিয়া শুন সবাই শুন
নিবারণ পণ্ডিত
বলি হোল কিরে হেল কি ?
নিবারণ পণ্ডিত
. ( বাউল সুরে )