কবি নিকুঞ্জকামিনী দেবীর কবিতা
*
মহাশয় কুন্তলীন করে আবিষ্কার।
মহিলা কুলের করিলেন উপকার॥”
প্রেসিডেন্সি কলেজের পি কে মহাশয়।
তাঁর পত্নী কুন্তলীনে বড় প্রীত হয়॥
ব্যারিস্টার পি সি সেন, তাঁর পত্নী কহে।
“বিলাতী জিনিষ চেয়ে কিছু ন্যুন নহে॥”
শ্রীযুক্তা সরলা দেবী বি এ মহাশয়া।
বলেন “হালকা তৈল” পরীক্ষা করিয়া॥
শ্রীযুক্ত বি এল গুপ্ত জজ মহাশয়।
“বড় পরিষ্কার তেল” তাঁর পত্নী কয়॥
এই মত শত জনে লিখেন সুখ্যাতি।
প্রকাশি তাঁদের নাম নাহিক শকতি॥
হে প্রভু করুণাসিন্ধু অখিলের পতি।
তুমি হে করুণা কর বসুর প্রতি॥

.        *************************      
.                                                                                   
সূচিতে . . .      



মিলনসাগর       
কুন্তলীন কবিতা
কবি নিকুঞ্জকামিনী দেবী

আহা! কি সুন্দর গন্ধ কুন্তলীন তেলে।