কবি নির্মল হালদারের কবিতা
যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
*

.      ******************     
.                                                                                          
সুচিতে...   


মিলনসাগর
*
আমার নাম নাই গো
নির্মল হালদার

চেয়ে আছে অফলা মাঠ
.                চেয়ে আছে তালগাছ






.        ঝরেও যাবো তোমার আঁচলে

  
.             ******************     
.                                                                                          
সুচিতে...   

ঞুতুম চেৎ*  = তোর নাম কি ?


মিলনসাগর
*
কেঁচো    
নির্মল হালদার

.        চিংড়ি রাজা এসেও
পাতালের মাটি চিমটি কেটে তুলেও
.        সৃষ্টি করতে পারেনি
ভুলেও
.মিলনসাগর থেকে কপি করা  এই পৃথিবী

.        কাঁকড়া এসেও
পাতালের মাটি চিমটি কেটে তুলেও
.        সৃষ্টি করতে পারেনি
মিলেও
.মিলনসাগর থেকে কপি করা এই পৃথিবী

.                কেঁচো এসে
.        পাতালের মাটি খেয়ে
সোনার থালায় মল ত্যাগ করে করে
.                সৃষ্টি করলো এই পৃথিবী

.             ******************     
.                                                                                          
সুচিতে...   



মিলনসাগর
*
জন্ম
নির্মল হালদার

পাতাল থেকে মাটি নিয়ে এলো
.
মিলনসাগরের কেঁচো রাজা
মাটিতে মাটিতে ভরে উঠলো সোনার থালা
.        মাটিতে মাটিতে তৈরি হলো
.                পৃথিবীলোক।

জয় কেঁচো রাজার জয়। জয় জয় ...

ঈশ্বর তাকে অর্ধেক রাজত্ব দিলো রাজকন্যা দিলো
দুব্বাঘাসেরও জন্ম হলো
কেঁদ-পিয়াল-বট-অশথ কুশ-কাশের জন্ম হলো
.        দুব্বাঘাসেরও জন্ম হলো

আমারও জন্ম হলো ভিটেমাটি হলো

.             ******************     
.                                                                                          
সুচিতে...   



মিলনসাগর
*
সূতার পর সূতা    
নির্মল হালদার

মানবকে দিলো ভাগোয়া* কাছা
.                মানবীকে দিলো পাঁড়হাঁড়
সেই দুটি বস্ত্রখণ্ডই এখন শাড়ি-কাপড়
মিলনসাগর থেকে কপি পেস্ট করা    

ক্রমশ বাড়তে বাড়তে
.                সূতার পর সূতা
কাপড়ের উপর কাপড়
জনমের
.                জন্মের উপর জন্ম
নিঃশ্বাসের পরে নিঃশ্বাস
প্রশ্বাসে
.                শিশিরে মেশামিশি শিশির
সবুজে সবুজ পাতা
মিলনসাগর থেকে কপি পেস্ট করা  
কি করে ভুলে যাব আমার পিতাকে
মিলনসাগর থেকে কপি পেস্ট করা  
.             ******************     
.                                                                                          
সুচিতে...   

ভাগোয়া* = ধুতি

মিলনসাগর