<<< কবির এই ছবিটি আমরা পেয়েছি ১৩৩৭ বঙ্গাব্দে (১৯৩০ খৃষ্টাব্দে) প্রকাশিত, যোগেন্দ্রনাথ গুপ্তের "বঙ্গের মহিলা কবি" গ্রন্থ থেকে।
এই নামে দুই জন কবি ছিলেন। এই পাতার কবি "পরিচারিকা" পত্রিকার সম্পাদক এবং কবি। অন্য জন . . . নিরুপমা দেবী ১ ছিলেন "দিদি", "বিধিলিপি" প্রভৃতি উপন্যাসের রচয়িতা।