কবি নিরুপমা দেবী ২ এর কবিতা |
প্রেমের স্বরূপ ১৩৩৭ বঙ্গাব্দে (১৯৩০) প্রকাশিত, যোগেন্দ্রনাথ গুপ্তের বঙ্গের মহিলা কবি গ্রন্থে, কবি নিরুপমা দেবীর জীবন ও কবিতা নিয়ে আলোচনায় এই কবিতাটি ৩০১-পৃষ্ঠায় উদ্ধৃত রয়েছে। তোমার করে মোর কেমন প্রেম জানিতে চাহ বঁধু কেন ? পাষাণ খনি তলে গোপন হেম পাষাণ হ’য়ে আছে যেন! বাহিরে কোন রূপ প্রকাশ নাই হৃদয় ভ’রে উঠে রূপেতে তাই, গভীর কালো মেঘে গভীর থাকে জেগে গোপন সুধাবারি হেন! তোমার তরে মোর কেমন প্রেম জানিতে চাহ বঁধু কেন ? আপন মাঝে আছে আপন সুধা আপনি ভরে আছে সুখে হৃদয়ে নাই এর বিষম ক্ষুধা অনল নাই এর বুকে! আকাশ থেকে দেখো আপনি ভরা শূণ্য যাহা কিছু পূর্ণ করা, আপন নীলিমায় ঢালিয়া দিয়া যায় ব্যাকুল ধরা অভিমুখে, আপন মাঝে আছে আপন সুধা আপনি ভরে আছে সুখে! যে প্রেম আছে বঁধু তোমার তরে সবারি আছে তাহে ভাগ, সবারে দিয়ে সুখ জীবন পরে পূরিবে এই মহাযাগ! নির্ঝর ধারা দেখো আপন দানে বাঁচায় তৃষাতুর নিখিল প্রাণে, সবারে ভালবেসে তবে তো পায় শেষে সাগরে দিতে অনুরাগ, যে প্রেম আছে বঁধু তোমার তরে সবারি আছে তাহে ভাগ। . *************** . সূচীতে . . . মিলনসাগর |
আত্মদান কবি নিরুপমা দেবী রাণী নিরুপমা দেবী সম্পাদিত “পরিচারিকা” পত্রিকার অগ্রহায়ণ ১৩২৫ বঙ্গাব্দের সংখ্যায় (নভেম্বর ১৯১৮), প্রকাশিত কবিতা। সুখের হাসি দুখের ধন অশ্রু-ধারে নিঃশেষে আজ চুকিয়ে দেব আপনারে। একহাতে দান করে আবার রাখ্ ব না ক আশা পাবার ; টিঁক্ তে এবার দিব না আর অহঙ্কারে, নিঃশেষে আজ চুকিয়ে দেব আপনারে। অনেক পেলাম হর্ষব্যথা এই জীবনে, ভারের বোঝা বাড়িয়েছি যে আপন মনে। আমার ভাল-মন্দ-মেশা কেবল পাবার নেবার নেশা, তোমার পায়ে ঢাল্ ব প্রভু দেওয়ার ভারে ; নিঃশেষে আজ চুকিয়ে দেব আপনারে। . *************** . সূচীতে . . . মিলনসাগর |
দুঃখ-সাধনা কবি নিরুপমা দেবী রাণী নিরুপমা দেবী সম্পাদিত “পরিচারিকা” পত্রিকার মাঘ ১৩২৭ বঙ্গাব্দের সংখ্যায় (জানুয়ারী ১৯২১), প্রকাশিত কবিতা। তুমি কত ব্যথা আর সওয়াবে গো মোর এ প্রাণে, পাতা ঘর মোর ভেঙ্গে দেবে কত তুফানে? আর কতদিন সুখের খেয়ালে হাসাবে আর কতদিন অশ্রু সাগরে ভাসাবে আরো কতদিন দুঃখের ভয়ে শাসাবে আমায় কে জানে? কত ব্যথা আর সওয়াবো গো মোর এ প্রাণে? সময় কি আজো হয় নি নীরব রহিতে? দুঃখ সুখের তরঙ্গাঘাত সহিতে? ভক্তি কি আজো শেখেনি কঠোর সাধনা? হৃদয় কি আজো বহিতে শেখেনি বেদনা? তবে ফাটাও ফাটাও ফাটাও ও বুক চেতনা কঠিন-পাষাণে! কত ব্যথা আর সওয়াবে গো মোর এ প্রাণে? . *************** . সূচীতে . . . মিলনসাগর |