কবি নিত্য শীল-এছড়া
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।

১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
২৭।
২৮।
২৯।
৩০।
৩১।
৩২।
৩৩।
৩৪।
বাচ্চারা যখন স্কুলে যায়    
অটো করে যাচ্ছি আমরা    
এখানকার যে রাস্তা    
ব্রেক ডান্স কে করতো জানেন    
প্রথম সংখ্যা ওরা বলছে ওয়ান  
তারপরের সংখ্যা টু        
পরের সংখ্যা হচ্ছে থ্রি    
পরের সংখ্যা হলো ফোর    
পরের সংখ্যা ফাইভ    
পরের সংখ্যা সিক্স    
পরের সংখ্যা সেভেন     
পরের সংখ্যা এইট    
তার পরের সংখ্যা হচ্ছে নাইন     
পরের সংখ্যা হল টেন    
মাগো  ভালবেসে বিয়ে দিচ্ছি    
বর্তমানে আমাদের হচ্ছে রোড দিয়ে   
বয়স্ক লোকেরা দোকান থেকে খাচ্ছে কিনে পান    
বয়স্ক লোকেরা দোকান থেকে খেত কিনে পান         
আজকালকার ছেলেমেয়েরা ঘুরতে যাচ্ছে সুন্দরবন      
গনেশ ঠাকুরের পেটটি মোটা, মুখটা হাতীর সুর   
অটো নিয়ে সারাদিন করি দারুণ চর্চা    
সংসার করা কংসের কারা    
বিশ্বজুরে ভগবান যখন দিচ্ছে দিনে আলো   
মাসীমা কথা যখন বলছি আমরা   
স্কুল নিয়ে মামন এখন   
আম মিষ্টি জাম মিষ্টি    
বন্ধু কিছু খাওয়াবি রে   
গরমের দিনে ভালোবেসে খাচ্ছি কিনে পেপ্ সি   
কিছু একটা বলতে গেলে     
গাড়ীর নাম্বার ডাব্লু বি জিরো    
বন্ধু হয়ে বন্ধুর সাথে  
অনেকের টাইটেল থাকে দাস    
অনেকের টাইটেল থাকে ব্যানার্জ্জী    
অনেকের টাইটেল থাকে শীল    
*
বাচ্চারা যখন স্কুলে যায়
আন্টিরা বলে এক থেকে
পঞ্চাশ পর্যন্ত বসে বসে গোণ
আজকালকার মেয়েরা গলায়
হার পরছে না , অথচ
কাছে রাখে সেলো আর ফোন ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
অটো করে যাচ্ছি আমরা
গায়ে লাগছে হাওয়া |
বাড়িতে গিয়ে হয় একটু
সুন্দর করে খাওয়া ||


.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
এখানকার যে রাস্তা
মাঝে মাঝে সিঙ্গারাগুলো
খেতে হয় কিন্তুখাস্তা |
রাস্তাঘাটের যে হাল
জনগন যখন ঝাঁকি খায়
মনে মনে দেয় গাল  ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
ব্রেক ডান্স কে করতো জানেন,
মাইকেল জ্যাকসন |
আর এই ভদ্রলোক করছে
সাইকেলের সাথে  দারুণ এক্শন ||


.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
প্রথম সংখ্যা ওরা বলছে ওয়ান,
ওয়ানটা হিন্দীতে হচ্ছে ডান্ডা
এখন দেখবেন দিনের বেলায়
ওয়েদারটা গরম হচ্ছে,
রাতের বেলায় কিন্তু দারুণ ঠান্ডা ||


.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
তারপরের সংখ্যা টু
যদি বাংলায় বলি দুই |
তাহলে অনেক দাদাই বলে
অফিস থেকে বাড়ি গিয়ে
খেয়ে দেয়ে একটু শুই ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
পরের সংখ্যা হচ্ছে থ্রি
রকে বসে ছেলেরা আড্ডা মারে,
খায় পান আর বিড়ি |
বলে আমাদের জীবনটাই ভুয়া
বিড়ি সিগারেট খেয়ে ওড়াচ্ছি ধোঁয়া ,
এর জন্য সিনেমা দেখতে হয়
জিন্দেগী এক জুয়া ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
পরের সংখ্যা হলো ফোর
ট্রাফিক বলে গাড়ি যখন চালাবি
একটু দেখে শুনে ঘোর |

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
পরের সংখ্যা ফাইভ
চাপকল যদি বসাতে হয় ,
লাগে লোহার পাইপ ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
পরের সংখ্যা সিক্স
যদি বাংলায় বলি ছয়
আমরা যখন ড্রাইভিং করি
লাগেনা একটুকু ভয় ||


.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
পরের সংখ্যা সেভেন
অনেকের মা ভালবেসে
ছেলের নাম রাখেন দেবেন |
যদি বাংলায় বলি সাত,
অটো চালিয়ে জোটে আমার
পরিবারের ভাত  ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
পরের সংখ্যা এইট
যদি বাংলায় বলি আট,
বাঙালী বা হিন্দুস্থানী মেয়েদের
বিয়ে দিতে গেলে ,
জামাইকে সঙ্গে দিতে হয় খাট ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
তার পরের সংখ্যা হচ্ছে নাইন
ট্রাফিক আইন ভাঙলে পুলিশ
করতে পারে ফাইন  ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
পরের সংখ্যা হল টেন
বাংলায় যদি বলি দশ,
আমি যখন ফাংশনে
এংকারিং করি
তখন ছোট্ট বন্ধুদের বলি তোরা
একটু চুপটি করে বস্  ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
মাগো  ভালবেসে বিয়ে দিচ্ছি
আদর করে হাতে
পড়িয়ে দিলাম শাঁখা,
গিয়ে করবে তুমি আস্তে আস্তে
স্বামীর পকেট ফাঁকা |
শাঁখার পাশে যেহেতু আবার পড়িয়ে দিলাম পলা
এর জন্য স্বামীস্ত্রীর কত কিছুই না বলা ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
কবি পেশায় একজন অটো-রিকশাচালক | স্বভাবকবি নিত্য শীল এই ছড়াগুলি তাঁর অটো চালাতে
চালাতেই এক এক করে বলে গেছেন | যাত্রা
-পথে তার সামনে যা পড়েছে, তা কোনো সাইকোল আরোহী
হোক বা কোনো গাড়ীর নম্বরপ্লেট হোক বা অন্য কিছু, তিনি তাই নিয়েই তত্ক্ষণাৎ ছড়া রচনা করে
গেছেন | আমরা সেই ভাবেই ছড়াগুলি এখানে উপস্থাপন করলাম |  
*
বর্তমানে আমাদের হচ্ছে
রোড দিয়ে মুকুন্দপুরের দিকে চলা
আর মৌখিক হচ্ছে ছড়া মিলিয়ে
আপনাদের কিছু বলা |
তবে প্রত্যেকটা কথার সাথে কথার আছে মিল
এর জন্য কেউ ভালবেসে মারে না আমায় কিল ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
বয়স্ক লোকেরা দোকান থেকে খাচ্ছে কিনে পান,
আমার মধ্যে যেটা এসে গেছে, সেটা ভগবানেরই দান ||


.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
বয়স্ক লোকেরা দোকান থেকে খেত কিনে পান ,
এখানে ফাঁকা মাঠ ছিলো চাষীরা চাষ করতো ধান ||


.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
আজকালকার ছেলেমেয়েরা ঘুরতে যাচ্ছে সুন্দরবন,
ফাঁকা মাঠে ফ্ল্যাট হয়েছে নাম দিযেছে উদয়ন ||


.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
গনেশ ঠাকুরের পেটটি মোটা, মুখটা হাতীর সুর  |
দুই বাই সাইত্রিশ, বসবাস করি আমি মুকুন্দপুর ||


.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
অটো নিয়ে সারাদিন করি দারুণ চর্চা,
তার মধ্যে পোষাতে হয় নিজের সংসার খরচা ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
সংসার করা কংসের কারা
কত যে বেদনা বিধুর,
মায়ের দেওয়া সিঁদুর |

যে সিঁদুর পড়েছে বা পড়িয়েছে
তারা এখন বুঝতে পারছে কত ধানে কত চাল
আজকালকার ছেলেরা বিয়ের পড়ে
খাচ্ছে বৌয়ের কাছে গাল ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
বিশ্বজুরে ভগবান যখন দিচ্ছে দিনে আলো,
মাঝে মাঝে ওভারটেক করা সবার থেকে ভালো ||
সকাল থেকে এগারটা পর্যন্ত কত হচ্ছে বেলা
তবু কিন্তু পাঁচ ছয় খান জীবন হাতে নিয়ে করি আমরা খেলা ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
মাসীমা,
কথা যখন বলছি আমরা
কাঁপছে  দারুণ  ঠোঁট,
ভালবেসে তো দিলেন আপনি
দশ টাকার নোট ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
স্কুল নিয়ে মামন এখন
করছে দারুণ চর্চা |
ওর যে অভিভাবক
ওর পেছনে করছে
ব্যাপক কিছু খরচা  ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
আম মিষ্টি জাম মিষ্টি
তেঁতুল বড় টক |
মামনের এখন স্কুলে
আসার আছে দারুণ সখ ||


.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
বন্ধু কিছু খাওয়াবি  রে
বন্ধু পড়ে আসিনি হাওয়াই,
তোমাদের কি যে খাওয়াই ||


.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
গরমের দিনে ভালোবেসে খাচ্ছি কিনে পেপ্ সি,
আমার সামনে যাচ্ছে একটা হলুদ রঙের ট্যাক্সী ||


.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
কিছু একটা বলতে গেলে
লাগে কিন্তু মাইক,
ডান দিক দিয়ে ঐ ভদ্রলোক
চালিয়ে যাচ্ছে বাইক ||


.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
গাড়ীর নাম্বার ডাব্লু বি জিরো
ওয়েষ্ট বেঙ্গলের ছেলেমেয়েরা
সবাই হতে চায় হিরো ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
বন্ধু হয়ে বন্ধুর সাথে
নিয়ে নিচ্ছে চ্যালেঞ্জ,
ডান দিক দিয়ে
পেসেন্ট নিয়ে যাচ্ছে
ম্বুলেন্স ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
অনেকের টাইটেল থাকে দাস,
মর্নিং ওয়াক করতে গেলে
পায়ের নীচে থাকে ঘাস  ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
অনেকের টাইটেল থাকে ব্যানার্জ্জী
আমরা যখন গাড়ী চালাই
মাঝে মাঝে দারুণ আসে  এনার্জী ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর
*
অনেকের টাইটেল থাকে শীল
অন্যায় আমি করিনি বন্ধু
কেন মারছ্ কিল ||

.        ****************                                              
উপরে   


মিলনসাগর