কবি নিবেদিতা চৌধুরীর কবিতা
*
বালুচরের ও’পারে
Tennyson’s Crossing the Bar
কবি নিবেদিতা চৌধুরী
দিনান্তের শেষ সূর্য্য আর সন্ধ্যাতারা
. মোর তরে আর এক সহজ আহ্বান,
বালুচরে নাহি কোনো গুঞ্জনের সাড়া
. সাগরের পানে যবে হব ধাবমান!
মনে হয় জোয়ারের সাবলীল জল
. কল কল রব ভুলি থাকে ঘুমাইয়া,
সুগভীর সাগরের জলরেখা দল
. নীরবে কেবল যায় ঘরেতে ফিরিয়া।
সন্ধ্যাসুন্দরীর কণ্ঠে আরতির সুর,
. তার পরে নামি’ আসে নিবিড় আঁধার,
চাহিনাক বিদায়ের বাণী ব্যথাতুর,
. কালের এ তরণীতে উঠিলে এবার।
দেশের কালের সীমা ধীরে ধীরে বাহি
. আমারে জোয়ার যেন দূরে যায় ল’য়ে,
কাণ্ডারীর মুখোমুখি দশন চাহি
. বালুচরে যবে আমি যাব পার হ’য়ে।
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
নিবেদিতা চৌধুরীর
পরিচিতির পাতায় . . .