. ঘনঘটাপরিপূর্ণ যে দিকে হেরিত, . কাতর পরাণ মম সেখানে ধাইত, শুধু বজ্রাঘাত পেতো হৃদয় ভাঙ্গিয়া যেতো . ভাঙা হৃদে কতবার জোড়াতাড়া দিয়ে . তথাপি নীরদ পানে থাকিতাম চেয়ে ||
. শুধু আকাঙ্ক্ষিত প্রাণ রহিল এখন, . কখন না পেলে বিন্দু বারির সিঞ্চন || এখনও রয়েছে মোর, দারুণ আশার ঘোর . নিবেও নিবে না তাহা খালি হাহাকার, . এরূপ জীবন শেষ হইল আমার ||
. যেন সে মধুর আলো গায়ে মেখে . চল্ তো বাতাস ভরে . যেন সে শূন্যে মিশে . যেতো ভেসে দেশ দেশান্তরে |
. যেন সে প্রাণের ভিতর ধরত কত . সোহাগের ফুল . আপন মনে থাকতে সদা . ঘুমে ঢুলু ঢুলু |
. জানতো যেন আকাশেতে . বাড়ী ঘর তার | . আর কি কোথায় আছে কিনা . জানতো নাকো আর ||
. যেন সে ভেসে ভেসে দেশে দেশে . ধরতো ফুলের হাসি | . কত সাধ করে আপন গলায় . পরতো প্রেমের ফাঁসি ||
. যেন সে চাঁদের চুমোয় বিভোর হয়ে . হতো আপন হারা . মলয়ানিলে কোলে করে . ভাবতো পাগল পারা ||
. যেন সে ঘুমের ঘোরে চম্ কে উঠে . চাইতে চারি ধার | দেখতো কাছে সদা আছে . মুখখানি কার || . এখন যেন সেখান হতে যাচ্ছে চলে সে | . কি যেন প্রাণের কথা হলে গেল কে ?