. বলে গেল যেন ফিরে আসিবে আবার | . যতনে লইবে মম এই উপহার || সেই রূপ সেই থেকে, দিন গুনি একে একে, . এলো গেল কতদিন সে তো এলো নাই | . কোথায় রয়েছে ভুলে সংবাদ না পাই ||
. আগে যদি জানিতাম আসিবে না আর | . আসি বলে যেতে হয় সেই যাওয়া তার || তা হ’লে কি ফুল লয়ে, থাকিতাম পথ চেয়ে, . তুলিয়ে কি এই পদ্ম মৃণাল হইতে | . দিতাম কি মৃণালেরে সলিলে ডুবিতে ||
. এলো দিন গেল চলে সকল নিবিল | . ছায়া সম স্বপ্ন কথা মনেতে রহিল || কেটে গেল যুগান্তর, তবু কেন এ অন্তর, . আসে আসে এই আশা ছাড়িতে নারিল | . কত দিন হয়ে গেল আশা না পূরিল ||