কবি বিনোদিনী দাসীর কবিতা
কবি ন
টী বিনোদিনীর
পরিচিতির পাতায় . . .
*
কনক ও নলিনী
( বাসনা )
কবি নটী বিনোদিনী
. ১
“নলিনীরে আয় ভাই, দেখ আর বেলা নাই,
. এতক্ষণে এসেছেন পিতা যে কুটীরে |
যপমালা কুশাসন, আহ্নিকের আয়োজন,
. করি নাই, দেখ ব’ন রবি বৃক্ষ শিরে ||
শুষ্কপত্র জড় ক’রে রাখিয়াছি শয্যাতরে,
. বাতাসেতে উড়ে বুঝি গিয়েছে সকল |
গেল বেলা একেবারে, চল ব’ন যাই ঘরে,
. সারাদিন নদীতীরে বেড়াবে কেবল ?”
ছোট্ট ভগ্নী নলিনীরে, কনক ডাকিছে ধীরে,
. আসিল নলিনীবালা কনকের কাছে |
এলোচুল মাথাভরা, ফুলমালা তাতে পরা,
. গলাবেড়া বনফুল কেমন দুলিছে ||
মধুর উজ্জ্বল ভাতি, দশন মুকুতাপাঁতি,
. নবীনা নধরবালা যেন বনফুল |
হাসি হাসি মুখচাঁদ, যেন সুধামাখা ফাঁদ,
. নবম বর্ষিয়া বালা রূপেতে অতুল ||
কনক নলিনী দুটি, তাপসের ঘরে পুটি,
. বেড়াইত আলো ক’রে এই তপোবন |
তাপস তনয়া তারা সরলা সুধার ধারা,
. মূর্ত্তিমতী বনদেবী মূরতি মোহন ||
নাহি জানে মাতৃস্নেহ, পিতা বই নাই কেহ,
. জানে শুধু পিতা আর তারা দুটি ব’ন |
সঙ্গিনী হরিণীগণ, নদী আর এ কানন,
. ইহা ভিন্ন আছে কিছু ভাবেনি কখন ||
কনক পড়েছে এবে, ত্রয়োদশ বর্ষ সবে,
. হাসে, ভাষে, আশে আশে, পুনঃ ফিরে চায় |
হেনভাব যৌবনের, মনে ঘুরে কনকের,
. ছুটে সে হরিণী সনে আবার দাঁড়ায় ||
বেড়ায় আপন মনে, আকাশে নক্ষত্র গণে,
. পাখীদের গান শুনে নদীতীরে বসি’ |
গাছের আড়েতে গিয়ে, চাঁদ দেখে উঁকি দিয়ে,
. বলে,--- দেখ আমাদের দেখিতেছে শশী ||
যৌবন আসিতে চায়, কিশোর সম্মুখে ধায়,
. ছেলেখেলা দেখে পুনঃ লাজেতে পালায় |
প্রজাপতি উড়ে যায়, কনক ধরিতে ধায়,
. আবার দাঁড়ায় হেরে ফুল সুষমায় ||
ফুলেতে ভ্রমর বসে, দেখিয়ে কনক হাসে,
. অলির পরশে ফুল ভাবে ঢল ঢল |
ভ্রমরের সাধাসাধি, ফুল যেন কত বাদি,
. তা’ দেখি কনকবালা হাসে খল-খল ||
কুটীরের দ্বারে এসে, দেখে পিতা আছে ব’সে,
. শিশির সহিত করে শাস্ত্র আলাপন |
ছুটিয়ে নলিনীবালা, ধরিয়ে পিতার গলা,
. বলে,----- ‘পিতা কুটীরেতে আসিলে কখন ?’
হাসিয়া তাপস কয়, ‘এই কতক্ষণ হয়,
. সবেমাত্র করিয়াছি সন্ধ্যা সমাপন |
বৃদ্ধ তাপসের তরে, কিছু আয়োজন ক’রে,
. না রাখিয়ে কোথা বাছা ছিলি এতক্ষণ ?
দেখ সন্ধ্যা হয় হয়, এখনও কি বনে রয়,
. শিশির করিয়ে দিল সব আয়োজন |’
কনক কহিছে ধীরে, ‘খুঁজিতে যে নলিনীরে,
. রবি অস্তাচলে পিতঃ, করিল গমন ||
পাখীদের গান শোনা, আকাশের তারা গণা,
. এতক্ষণে নলিনীর হলো সমাপন |
আমি খুঁজি বনে বনে, ছুটে ও হরিণী সনে,
. বলি ব’ন ঘরে এস, না শুনে বচন ||’
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর