ও আমার ছোট্ট পাখি চন্দনা, একটি শিসে জাগিয়ে গেল, লাগছে তাও মন্দ না || ছোট্ট চাঁপার কলি শোনো, আমার এ মন জাগিয়ে গেল, সে শুধু তার গন্ধ না || ছোট্ট দিঘির কোলে কোলে ছোট্ট শালুক দোদুল দোলে--- তারও চলে রাত্রি জেগে দূরে চাঁদের বন্দনা || ছোট্ট দু’টি কথা ভরা মুখরতা---- আমার এ মন মাতিয়ে গেল, সে শুধু তার ছন্দ না ||
এ মন কেমন করে জেনেছে তুমি আসবে আবার এই আমারই কাছে ---- তাই তো আমার বুকে এ প্রেম নিবিড়ে আজও ঘুমিয়ে আছে || একবারও বলি নি তো যেও না, বলেছি তোমায় ফিরে চেও না---- বিদায় নেবার ক্ষণে ব্যথা লাগে পাছে || কতদিন কতরাত এমনি গেছে এমনি তো আরও কত যাবে, কে জানে কখন কবে আমার পথের দিশা তোমার নয়ন খুঁজে পাবে | আমি তবু পথ চেয়ে রয়েছি, তোমার চরণধ্বনি আমার হৃদয় যাচে ||
এ জীবনে যদি আর কোনদিন দেখা হয় দু’জনার এই তুমি আর এই আমি ওগো নেই তো সেদিন আর || সেদিন তোমার আলোর ভরানো রাত্রি---- আমি পথহারা অজানা পথের যাত্রী, তোমার নয়নে নতুন আশার আলো, আমার কন্ঠে জাগে সুর নিরাশার || ক্ষতি নেই যদি মনে হয় ওগো এই তিথি ছিল মিছে, যার আছে আলো সে কি কভু আর ছোটে আলেয়ার পিছে | তবু এই রাত ভরে থাক্ মধুগন্ধে, চরণে তোমার বাজুক, নূপুর ছন্দে---- আমার নিরালা কুঞ্জছায়ায় আজি নীরবে তোমার হয় যেন অভিসার ||
যদি গো কাছে আসি ফিরায়ো না অভিমানে, আমি কেন আসি হায়, সে তো শুধু হিয়া জানে || আজি এই নিরালাতে চাঁদ জাগা মধুরাতে তব আঁখি দুটি কি গো চাহিবে না মোর পানে || মোর মনোবনে যত ফুল ফোটে সে কী শুধু অকারণে, সে কী ওগো হায় ঝরে যাব আজি ব্যথার অশ্রুসনে ? তাই শুধাই মানসী প্রিয়া আজি জাগে না কি তব হিয়া, মনের মুকুল কি গো ফুটিবে না মোর গানে ||
ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনের মতো লাগে নি তো কভু আর || সেদিন আমার প্রথম ফাগুন বেলা মাধবী শাখায় অনেক ফুলের মেলা---- সে ফাগুন আরও এসেছে যে বারে বার || তোমার প্রথম প্রেম রয়েছে আমার হৃদয় ভরে, এ মন ভ্রমর সেথা যায় কেন বলো ওগো তারই তরে ? সেদিনের সেই প্রথম গানের অলি এখনও ফোটায় নতুন আশার কলি----- সে গানের সুরে জেগেছি যে বারে বার ||
কথা- পবিত্র মিত্র সুর ও শিল্পী- সুধীরলাল চক্রবর্তী
তুমি কতদূরে কোন্ গহন আঁধারে ওগো চিরতরে গেছ হারায়ে | আমি একা ভাসি আঁখি নীরে স্মৃতির দুয়ারে দাঁড়ায়ে || একদিন যবে ছিলে মোর পাশে চাঁদ জেগেছিল সুদূর আকাশে বকুলগন্ধে অন্ধ বাতাস মাধুরীতে ছিল জড়ায়ে || বলেছিলে তুমি ভুলিবে না ওগো ভুলিবে না মোর গান ; শুধু যেন হায় তারই লাগি মোর নাহি কোনো অভিমান | জীবননদীর বন্ধুর তীরে এ গান তোমারে খুঁজিবে গো ফিরে--- হৃদয়ের ফুল পথে যেতে যেতে আমি শুধু যাব ছড়ায়ে ||
ও বন্ধু, এই বকুলঝরা শ্রাবণ রাতে বলব ভাবি কারে যে কথাটি চোখের জলে ভাসে বারে বারে || হয় না বলা যায় যে রাতি প্রহর গুণে গুণে প্রভাত হল এমনি করে আশারই জাল বুনে---- যাবার বেলায় বলব বলো সেই কথাটি কারে || অনেক দিনের স্বপ্ন অনেক অশ্রু হয়ে ঝরে জানি কি সে শুধু ওগো সে যে তারই তরে | অস্তরবির স্বর্ণলেখায় রয় যে কথা লেখা সাঁঝের আঁধার নামলে পরে রয় কীগো তার রেখা-- রাতের নিঝুম লগ্ন এলে হারায় অস্তপারে ||