ও ভাই, নিন্দুকেরা রামরাজত্বের নিন্দে করে, তারা, রটায় দেশে মানুষ নাকি দুর্ভিক্ষে মরে |
. লোকে যদি খেতে না পায় . দেশের এত চাল কোথা যায় ? আহা, বিদেশ থেকে আমদানী হয় প্রতি বছরে | . চারিদিকে নাই নাই রব . ওটা শুধু মিথ্যে গুজব আহা তাই না শুনে পেটে তোমার ক্ষুধা বিচারে |
. আমি বলছি অভাব ত নাই . বলো তোমার চাল কত চাই ? আহা, দেড় টাকা সের দাম দিলে চাল উঠ্ বে ঘরে | . কিনতে যদি না পারো ভাই . আমর কোন দোষ তবে নাই আহা, আলো করা কালো বাজার খোলা সহরে |
. খিদে পাওয়া নয় কিছু আর . ওটা একটা মনের বিকার আহা, সেই বিকারে কাঁদছে লোকে ভাতের তরে | . চাল ময়দা যদি না পাও . আরো কত ভোজ আছে----- খাও, আহা, লাঠি গুলি বুলেট খেলে পেট তো ভরে |
. রাম রাজত্বে খাদ্যাভাবে . কভু না কেউ মারা যাবে আহা, হেথা শুধু পূর্ব জন্মের পাপেতে মরে | . গ্রামে গ্রামে মরলো যারা . মরার আগে সবাই তারা আহা, ঘাস পাতা খেয়েছে ভাই উদর ভ’রে |
. ( ২ )
শোন শোন অভাজন শোন কথা শোন ত্যাগ বিনা কোন জাতি বাঁচে না কখনো | . আহা মধুর বচন শোন |
ঈর্ষা যদি থাকে মনের পর ভাগ্য প্রতি বর্জন করিও তাহা সযতনে অতি | . আহা মধুর বচন শোন |
মায়েরা দু’চার টাকায় বিক্রি করে পেটের ছেলে, . কেহবা হতাশ হ’য়ে পালায় ফেলে | ঘরে তে বাসন কোসন ছিল য়ত সব-ই গেছে . কত যে মা বোন তাদের সরম বেচে | প্রাণে যা স্বপ্ন ছিল পুড়ে গেল নিঃশেষে |
যতদিন শকুন রাজা থাকবে জেনো সিংহাসনে, . ততদিন মরণ বাঁধা এই জীবনে | এসো আজ এক সাথে ভাই সবাই মিলে রুখে দাঁড়াই, . শকুনি রাজাকে ঐ টেনে নামাই | শপথের আগুন জ্বালাই নতুন দিনের উদ্দেশে |
. ******************************************
যে সকল প্রতিষ্ঠান “দুর্ভিক্ষের পাঁচালী” গীতাভিনয় করেন :-
(১) গণনাট্য সংঘ, উত্তর কল্ কাতা গানের দল ( জোড়াবাগান ) | প্রধানাংশে গীতাভিনয় করেন বিজয়া, অমর (নংকু ) ও কানু | ঢোল বাজান মদন মোহন | (২) প্রগতিশীল সংস্কৃতি সংঘ (সালকিয়া ) , প্রধানাংশে গীতাভিনয় করেন কৃষ্ণা, ছায়া,বেলা, পঞ্চানন, মোহিত, সুধাংশু প্রভৃতি | ঢোল বাজান ভোলা গাঙ্গুলী | (৩) লোক সংস্কৃতি সংঘ | প্রধান অংশে গীতাভিনয় করেন অরুণ, বুদ্ধদেব, পান্নালাল প্রভৃতি |