আমরা কৃতজ্ঞ কবি অশোক চট্টোপাধ্যায় , কবি বিপুল চক্রবর্তী এবং কবি রাজেশ দত্তর কাছে। তাঁদের সহযোগিতা ছাড়া এই পাতা করা সম্ভব ছিল না। এখানে তোলা পরেশ ধরের সব কটি গানই কবি রাজেশ দত্ত তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে আমাদের দিয়েছেন। আমরা কৃতজ্ঞ সহমর্মী প্রকাশনীর কর্ণধার শ্যামল গুহর কাছে, "পরেশ ধরের সন্ধানে" স্মারক গ্রন্থটি থেকে লেখা এখানে তোলার অনুমতি দেবার জন্য।