কবি পরেশ ধরের কবিতা
*
কে যেন আমার কানে কানে বলে রাত্রিদিন
কথা ও সুর – পরেশ ধর
স্বপন দাসাধিকারী সম্পাদিত যুদ্ধ জয়ের গান থেকে নেওয়া


কে যেন আমার কানে কানে বলে রাত্রিদিন
আমি তোমাদের পাশেই রয়েছি, আমি লেনিন |

সুদূর গাঁয়ের ভূমিহীন যত চাষীর দল
তারাও বলছে তারাও শুনছে অনর্গল
তাদের কানের কাছে ধ্বনি ওঠে অন্তহীন
আমি তোমাদের পাশেই রয়েছি, আমি লেনিন |

শিল্পপতির নজরে দীর্ণ শ্রমিক ভাই
তারাও বলছে তারাও শুনছে ঐ কথাই
তাদের প্রাণের তারে তারে বাজে গানের বীণ
আমি তোমাদেরপাশেই রয়েছি,   আমি লেনিন |

আমার মূর্তি কারা যেন আজ সরায় ভাই
তারা তো জানে না জানে না আমার মৃত্যু নাই
মেহনতি যত মানব জীবন আমি আসীন,
আমি তোমাদের পাশেই রয়েছি,  আমি লেনিন |

.               *************************                                         
সূচীতে . . .    


মিলনসাগর
setstats