কবি পরেশ ধরের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
*
.                      ভোটরঙ্গ   
.                        পরেশ ধর


,                            ( ১ )


.              যদি ভোট দিতে চাও
.               তবে ক্ষণেক দাঁড়াও
এই,    কংগ্রেসী রাজাকে এবার ভোট দিয়ে যাও,
.                        ( মরি হায় হায় রে ) |


.               আহা শোন সকলে
.               বহু পুণ্যের ফলে
এই,     দেশে মেলে এমন রাজা----- তারি গুণ গাও,
.                         ( মরি হায় হায় রে ) |


.                     এই রাজার মহিমা ভাই কি কহিব আর
ঐ,         ঘরে ঘরে সে কাহিনী হ’য়েছে প্রচার
.                 তবে কি না দেশবাসীর বড় ভুলো মন
.                 পরোপকারীকে ভোলে যখন তখন
.                 তাই বলি দুটো কথা সার বুঝে নাও,
.                            ( মরি হায় হায় রে ) |         


.            দু’বেলা ঐ খেতে বসা ঝক্ মারি ছিল
এই        রাজা এসে তার ল্যাঠা চুকিয়ে যে দিল
.                দেশে অন্ন নাই, ট্যাকে নাই কানাকড়ি
.                রাম নামের মালা জ’পে খাও গড়াগড়ি
.                  মাসের মধ্যে পনেরো দিন উপোসে কাটাও,
.                               ( মরি হায় হায় রে) |


.           বেশী খেয়ে ঢেঁকুর তোলা------ সে যে বিষম দায়
আর,     মোটা হ’য়ে হাঁটাহাঁটি করতে দম আটকায়
.                 অনাহারে এখন দেহের চর্বি গেছে ঝ’রে
.                 দু’দিন বাদে দেখ্ বে মানুষ পাখি হয়ে ওড়ে |
.                 এমন খাসা রাজত্ব আর পাবে না কোথাও,
.                               ( মরি হায় হায় রে )   |


.                  জামা কাপড় বেশী পরা সে বড় দিগ্ দারি
ঐ,        দেহের আরাম থাকে না আর চাপালে বোঝা ভারী
.                দয়ালু ঐ রাজা মোদের বস্ত্র কেড়ে নিয়ে
.                বসনের ভার যত দিয়েছে কমিয়ে
.                হাল্কা দেহে খুসী মনে মাঠে হাওয়া খাও,
.                            ( মরি হায় হায় রে )  |

     


.                                ( ২ )

.             শোন শোন ওগো, শোন দেশবাসী, শোন গো রাজার কথা
.                ধুতি শাড়ি বিনে ঢাকে না সরম এটা যে অচল প্রথা |
.                          আহা শোন শোন |
.                ধীরে ধীরে মোরা নয়া সভ্যতা গড়্ বো যে এই দেশে
.                 অসন-বসন আভরণ যত বর্জিব অক্লেশে
.                            আহা------------


.                পুরুষেরা সবে ধুতি ছেড়ে আজ হাফ্ প্যান্ট প’রে থাকো
আর,      মেয়েরা সবাই শাড়ি ফেলে দিয়ে গাউনে অংগ ঢাকো |
.                           আহা--------
.                কিছুদিন পরে হাফ প্যান্ট পরা তাও ছেড়ে দিতে হবে
.                দেহে শুধু ছোট একটি ল্যাঙ্ ট ছাড়া নাহি কিছু রবে |
.                          আহা ------
.                মেয়েরা পরবে শুধু গামছা বেশী কিবা প্রয়োজন
.                গরমের দেশে অধিক পোষাক ব্যাধি আনে অকারণ |
.                          আহা-------
.                অবশেষে যবে সভ্য যুগের চরম বিকাশ হবে
.                সামান্য ঐ ল্যাঙট্ গামছা --- তাও আর নাহি রবে |
.                        আহা--------
.                তোমরা ভাব্ ছো হ’তে পারে না তা সম্ভব কোন মতে
.                সে বুদ্ধি যদি থাকতো মগজে তোমরাই রাজা হতে |
.                         আহা--------
.                বন-উত্সবে পুঁতেছি সকলে কত না গাছের চারা
.                মাটি থেকে রস টেনে টেনে কালে মহীরুহ হবে তারা |
.                          আহা--------

.                সারা দেশ জুড়ে তখন শুধুই গভীর অরন্যানী
.                ঘর বাড়ি নেই, নেই গাড়ী ঘোড়া থেমে গেছে হানাহানি |
.                           আহা--------
.                ল্যাঙট্ গামছা খ’সে গেছে আর নেই কোন আবরণ
.            এ্যাডাম, ইভেরা নতুন স্বর্গে সুখে করে বিচরণ
.                                 আহা--------
.                খিদে পেলে তারা গাছ থেকে পাকা ফল পেড়ে পেড়ে খায়
আর,     বৃক্ষ রোপণ ক’রে গেছে যারা তাদের ভজন গায় !
                           আহা----


.                                 ( ৩ )

.                এবার তবে শোন রাজার রূপের বর্ণনা
তার,        মনোহরণ মাধুরীতে মুগ্ধ সর্বজনা
.                রাজা মোদের ছোট্ট শিশু মুখে চুষি কাঠি
আহা,        তবু যে তার হাতে শোভে গ্যাস, গুলি, লাঠি !
.                এমন রাজার দাপটে ভাই অশান্তি উধাও,
.                          ( মরি হায় হায় রে ) |


       .        খদ্দরধারী রাজা মোদের সাদা বকের মত
        সে যে,  নিরিমিষে মত্স্য না ছোঁয় ধর্মে জীবন রত
      .        মুখে তাহার অহিংসা-চন্দনের মায়া মাখা
      আহা,   শিশু নারীর রক্ত দিয়ে হাত দুটি আঁকা |
.        সবে মিলে রাজার নামে জয়ধ্বনি দাও,
.                ( মরি হায় হায় রে ) |


.        রাজদন্ড হাতে আছে যমদূতের মত
ঐ        প্রজানুরঞ্জন লাগি সদা যে উদ্যত
.        স্বাধীনতার মুকুটখানি শিরে শোভা পায়
আহা,   বিদেশীর চরণ রেখা আঁকা যে সেথায়,
.        ভক্তি ভরে মূর্তি স্মরি মাথাটি নোয়াও,
.                  ( মরি হায় হায় রে ) |


.                   **********************         
.                                                                                     
পাতার উপরে   
.                                                                      
কবি পরেশ ধরের সূচিতে...     


মিলনসাগর