কবি পরেশ মণ্ডল-এর কবিতা
কবি প
রেশ মণ্ডল
-এর পরিচিতির পাতায় . . .
*
না, এ প্রতীক
পরেশ মণ্ডল
তুমি টানলে রেখা তুমি দিলে রং
জেগে উঠল পথ --- পথের মতো,
তার বুকে ইচ্ছের টোরাকোটা ;
বয়ে চলল নদী
তার জলে আত্মজ ছলনা।
পাথরকে পাথর বলেই জানি
তুমি বললে, না,
এ প্রতীক।
বয়ে চলল নদী জেগে উঠল পথ
পড়ে রইল পাথর ;
জীবন বহতা, অভিযাত্রিক,
স্থবির শপথ।
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি প
রেশ মণ্ডল
-এর পরিচিতির পাতায় . . .
*
দিঘি
পরেশ মণ্ডল
আকাশটা হাঁস হয়ে চড়ে বেড়ায়
. মেঘলা দিঘিতে
. বারোমাস
আকাশ না হয়ে
. কাকে ফেলে কাকে দেখি
. কাকে রাখি
. ডুবুরি তো ডুবে আছে
. তালগাছে নেমেছে বিকেল
. বাঁশির আওয়াজ রেখে গেল রেলগাড়ি
বাড়ি ছেড়ে অন্য বাড়ি
আকাশটা হাঁস হয়ে চড়ে বেড়ায়
. প্রায় আড়াআড়ি
. মেঘলা দিঘিতে
. বারোমাস
.
*************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি প
রেশ মণ্ডল
-এর পরিচিতির পাতায় . . .
*
ত্রিভুজ
পরেশ মণ্ডল
. শীতের রাত
. প্ল্যাটফর্ম
. যাত্রীরা
. দূরের ট্রেন আসবে বলে
. নিখুঁত বাস্তবতা
বড় ফাঁকা ভেতরে
. কেবল
. মাছের শরীর
. ভাঙ্গা গ্রালে মুখ
. শীতের রাত
. প্ল্যাটফর্ম
. *************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি প
রেশ মণ্ডল
-এর পরিচিতির পাতায় . . .
*
জন্ম
পরেশ মণ্ডল
জন্ম মানে মুক্তি
জন্ম মানে বন্ধন
জন্ম মানে গতি
প্রবীণ জায়গা ছাড়বে না
নবীন কেড়ে নেবেই
ফুল বদলে ফল
ফল বদলে গাছ
জল সমুদ্র বাষ্প জল
ছলনাময়ী প্রকৃতি
তোমার খেলা বোঝা ভার
জন্মের নাম প্রতিবাদ
জন্মের নাম সহযোগ
জন্মের নাম সংগ্রাম
. ************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি প
রেশ মণ্ডল
-এর পরিচিতির পাতায় . . .
*
নিজস্ব ধারায়
পরেশ মণ্ডল
সাতপুরা পাহাড়ের সবুজ অরণ্য ছুঁয়ে
সূর্যের লাল থাকা হারিয়ে গেল অন্ধকারে
জটাশংকর একাকী গুহায় তমিস্রায়
বী-ফল্স্ এর ঝরণাধারা এখনো নির্জনে অবিরাম বহমান
পাণ্ডবগুহা
এবং
পাঁচমাড়ি ২০০২
মারাদেও গুহা চিত্র আজও তার
আশ্চর্য আদিম স্বরলিপি নিয়ে
মূক ব্যাঞ্জনায় মুখর হতে চায়
নিডস্ব ধারায়
আগে কে জানতো হে শৈশব
তোমার গোপন সন্মোহন এমন অমোঘ।
হে পূষণ, হে সুর্য, তোমার কিরণ সংহত কর,
তোমার তেজ সংবরণ কর।
আমি তোমার কল্যাণতম রূপটি দেখতে চাই।
.
************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি প
রেশ মণ্ডল
-এর পরিচিতির পাতায় . . .
*
মুক্তি
পরেশ মণ্ডল
সমস্ত জীবন ধরে মৃত্যুদণ্ড প্রার্থনা আমার
. শুকনো পাতার
. ঠোঁটে
. সুর্যের
. নখের
. দাগ
. মুছে গেল বলে
. বিবর্ণতা
মাছরাঙা পাখিটাও
. উড়ে গেল
. দুপুরে
. কোথাও
.
************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি প
রেশ মণ্ডল
-এর পরিচিতির পাতায় . . .
*
প্রার্থনা
পরেশ মণ্ডল
কাউকে ডাকিনি
তবু
কেন মুখ বাড়ালে জল্লাদ
তবু
কেন মুখ বাড়ালে ঈশ্বর
আমাকে আজ একা থাকতে দাও
সবার কিছু অভিমান থাকে
সবার কিছু অভিমান থাকে
যা তার নিজস্ব
সবার কিছু দুঃখ থাকে
যা তার নিজস্ব
সবার কিছু সুখ থাকে
যা তার নিজস্ব
এই নিয়ে গড়ে ওঠে একটা জগৎ
যা তারই
সেখানে একটা আকাশ
আকাশে হলুদ সূর্য
সেখানে একটা নদী
নদীতে লাল নৌকা
এই নিয়ে গড়ে ওঠে একটা জগৎ
যা তারই
সবার কিছু অভিমান থাকে
যা তার নিজস্ব
.
************************
.
সূচিতে . . .
মিলনসাগর