কবি পরেশ মণ্ডল - জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার ২৪ পরগণা জেলার, মগরাহাট থানার অন্তর্গত
মৌখালি গ্রামে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ. পাশ করেন। ফরাসী ভাষা শেখেন
কলকাতার অলিয়ঁস ফ্রঁসেজ থেকে। পাশাগতভাবে তিনি বেছে নেন কেন্দ্রীয় সরকারী অফিসের চাকরি।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “অদূরে জলের শব্দ” (১৯৬৩), “প্রতিবিম্ব” (১৯৬৭), “মানমন্দির”
(১৯৬৯), “৪৪৪” (১৯৭২), “পেণ্ডুলাম” (১৯৭৯) প্রভৃতি।
তাঁর সম্পাদিত পত্রিকার মধ্যে রয়েছে শ্রুতি, ঈগল, শাস্ত্রবিরোধী কবিতা, মহাদিগন্ত।
তাঁর নিজের কবিতা সম্বন্ধে কবি জানিয়েছিলেন . . . “তাঁর কবিতা সংহত, অন্তর্মুখী ও সরল, যতিহীন নিয়ম ভাঙা তাঁর
খেলা। নিরন্তর পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত। বারবার নিজেকে উত্তীর্ণ হবার জন্য পথ খোঁজেন। এই অসন্তোষ থেকেই কখনো কবিতাকে
মন্ত্রের মতো করতে চান। এবং শ্রুতির আন্দোলন, পোস্টার কবিতা, কংক্রিট কবিতা, শুদ্ধ কবিতা ইত্যাদি আন্দোলনের
পথ অতিক্রম করে শুদ্ধ অথচ সরল এক উচ্চারণে নিজেকে পেতে চান। তাঁর মতে --- কবিতা কারো গোলাম নয়। কবিতা সম্রাট।
কবিতা এক প্রার্থনা।"
আমরা মিলনসাগরে কবি পরেশ মণ্ডল-এর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে পারলে
আমাদের এই প্রচেষ্টা সার্থক মনে করবো।
উত্স - উত্তম দাশ, মৃত্যুঞ্জয় সেন ও পরেশ মণ্ডল সম্পাদিত “কবিতা : ষাট সত্তর” ১৯৮২
কবি পরেশ মণ্ডলে-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২০.০৬.২০১৩
...