কবি পরিতোষ ঘোষ - কলকাতার দক্ষিণে (দক্ষিণ ২৪ পরগনা জেলা) মাতুলালয়ে জন্মগ্রহন করেন |
তার পিতার নাম শ্রী সত্যরঞ্জন ঘোষ এবং মাতার নাম শ্রীমতী শিতলা ঘোষ | কবির মাতা পিতা উভয়েই
অধুনা বাংলাদেশের ফরিদপুরের আদি বাসিন্দা, তাঁদের ৮টি সন্তানের মধ্যে প্রথম সন্তান কবি |
কবি, অভাব এবং বড় সংসারের মধ্যে থেকে সেভাবে পড়াশুনায় এগিয়ে যেতে পারেন নি | উচ্চ মাধ্যমিক
পাশ করে কলেজের পড়া অসমাপ্ত রেখে, কারীগরী শিক্ষায় প্রবেশ করেন এবং যোগ্যতার সঙ্গেই উর্ত্তীর্ণ
হন | এরপর কর্মজগতে প্রবেশ করেন |
অল্প বয়েস থেকেই কবি শিল্পচর্চা করতেন এবং তিনি সংস্কৃতি মনস্ক ছিলেন | নাটক খেলাধুলার সঙ্গে জড়িত
থেকে সুষ্ঠুভাবে জীবনযাপন করাটাই ছিল কবির একমাত্র উদ্দেশ্য | কবি তাঁর জীবনের দীর্ঘ সময় ধরে
গুরুসদয় দত্ত প্রতিষ্ঠিত, ব্রতচারী প্রতিষ্ঠানে যুক্ত থেকেছেন |
কবি বিবাহ সুত্রে আবদ্ধ হয়েছেন কবি নরবাহাদুর লামার জ্যেষ্ঠা কন্যা শ্রীমতী ভারতী দেবীর সঙ্গে | এক
পুত্র ও এক কন্যা নিয়ে সংসার | পুত্র যাদবপুরে এম. আর্ক (ইঞ্জিনিয়ার) ও কন্যা দ্বাদশ শ্রেণীতে পাঠরতা |
কবি হবার স্বপ্ন নয় -- আকাঙ্খা নয় --- অভিলাষ নয় --- জগতে চলার পথে ভাল মন্দের অনুভুতি নিয়ে
ক--- বি--- তা। ক--- কথার, বি--- বিশেষ , তা--- তালিকা তুলে ধরার অদম্য ইচ্ছার তাগিদ নিয়েই চলেছেন
কবি পরিতোষ ঘোষ |
আমরা মিলনসাগরে তাঁর কবিতা তুলে আনন্দিত |
কবির সঙ্গে যোগাযোগ :
ঠিকানা - ৮৭ / ১১ বি রাজা এস. সি, মল্লিক রোড, নাকতলা, কলকাতা ৭০০০৪৭,
চলভাষ - ৯১৯৩৩১২৫১৭৯৪
কবির মৃল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্সঃ কবির সঙ্গে সাক্ষাত্কার এবং পত্রালাপ।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
পাতাটি প্রথম প্রকাশিত হয়েছে - ১৫.১.২০১২
...