আজ্ঞে না। আমার যানা আছে যদ্দুর
এর জন্য চাই কাঠফাটা কড়া রোদ্দুর।
সূর্য-সৃষ্টির কারণই মশাই এই ;
বিধাতার রাজ্যে অনর্থক কিছু নেই॥
অতএবং গাও চাঁদের জয় সূয্যির জয়,
দুটোর একটিও ফেলবার নয়॥
. ****************
. সূচীতে . . .
মিলনসাগর
দেখুন জন্তুরা কি হিসেবী, এরা কদাপি
খাটের উপর মশারি টাঙিয়ে শোয় না,
এরা কুইনাইন পেলুডিন খায় না, তথাপি
এদের ম্যালেরিয়া কস্মিন কালেও ছোঁয় না।
এরা কুসংস্কারহীন খাঁটি নিউডিস্ট,
ধুতি, শাড়ি, ব্লাউজ অমনি পেলেও নেয় না
এরা আজন্ম অদৃষ্টবাদী ফেটালিস্ট,
মাননীয় মন্ত্রীদের বেহুদো গাল দেয় না।
এদের দেখে শিখুন। যদি আপনারাও চান
এই অতি আরামের জীবনযাত্রা,
তবে আজ থেকেই উঠে পড়ে লেগে যান,
সব কমিয়ে দিয়ে বাড়ান ঘাসের মাত্রা।
. ****************
. সূচীতে . . .
মিলনসাগর
. প্রখর উত্তাপে ঘন শ্বাস সরে |
তৃষির মানব জীবনের তরে,
. বিমল কোমল শীতল জল ||
. ৬
গভীর বিষাদে হৃদয় পুরিত,
. শোক দুঃখ ভরে মানস দহিত |
তাপিত মানব হৃদি বিগলিত,
. পাষাণ গলন নয়ন জল ||
. ৭
মোহন মূরতি জগৎ ভূষণ,
. তরল ধবল হীরক বরণ |
সুন্দর তোমার রূপ অগণন,
. সৃজন ললাম শোভন জল ||
. ****************
. সূচীতে . . .
মিলনসাগর
চন্দ্র সূর্য বন্দনা
কবি রাজশেখর বসু
নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও সরল দে সম্পাদিত পাঁচশো বছরের কিশোর কবিতা সংকলন থেকে
নেওয়া।
চাঁদের জয় হোক,
ঘাস
পরশুরাম
ডঃ নীরদবরণ হাজরা সম্পাদিত ছোটদের আবৃত্তিকোষ, দেজ,২০০৭
মাননীয় ভদ্রমহিলা এবং ভদ্রলোকগণ,
এবং আপ সবাই যাদের এ পাড়ায় বাস,
সতী
কবি রাজশেখর বসু
১৫ই এপ্রিল ১৯৩৪ একই সঙ্গে মৃত্যু হয় রাজশেখরের একমাত্র সন্তান ‘প্রতিমা’ ও জামাতা
অমরনাথ পালিতের | তার পরদিনই এই নিয়ে রাজশেখরের রচনা ‘সতী’ |
জল
কবি রাজশেখর বসু
. ১
কৌমুদী প্লাবিত কুসুম কাননে,
. ধীরে বিকম্পিত সুরভি পবনে |
হরিত ভূষিত সরসী আসনে,
নাবিক
কবি রাজশেখর বসু
অনন্তের কোলে রহিগো আমরা, অনন্ত হইতে এসেছি চলে |
অনন্তে আবার ফিরে যাব মোরা, বারেক হেরিয়া সুনীল জলে ||
সাধ করে দূরে এসেছি চলিয়া, হেরিব কি আছে সাগর নীরে,