কবি পিংকি পুরকায়স্থ চন্দ্রানী - জন্মগ্রহণ করেন আসামের শিলচর শহরে। পিতা প্রাণেশ
পুরকায়স্থ, মাতা স্মৃতি দেবী, স্বামী ডঃ পুলক দাস। বৈবাহিক সূত্রে কবির বসবাস দিল্লিতে।
২০০৭ সালে গুরুচরণ কলেজ, শিলচর থেকে নৃতত্ব সাম্মানিক বিষয়ে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার
করে বি,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০০৯ সালে আসাম বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞানে প্রথম
বিভাগে এম,এস,সি করার পরে ২০১৪ সালে পি,এচ,ডি (পরিবেশ বিজ্ঞান) এবং বঙ্গীয় সঙ্গীত পরিষদ
আয়োজিত রবীন্দ্রনৃত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সঙ্গীতরত্ন উপাধি লাভ করেন। ছাত্র জীবন থেকেই তিনি
বিভিন্ন ছাত্র সংগঠন এবং সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।
বর্তমানে চন্দ্রানী “ইজেনাস” ( IJENAS ) নামের ই-জার্নালে ম্যানেজিং এডিটার এবং সাপ্তাহিক যুব দর্পণ
পত্রিকায় সাব-এডিটার (পরিবেশ) হিসাবে কাজ করছেন।
১৯৯৬ সালে চন্দ্রানীর প্রথম কবিতা প্রকাশিত হয় সরকারি উচ্চতর মাধ্যমিক বহুমুখী বালিকা বিদ্যালয়ের
ম্যাগাজিন “হৈমন্তীর” পাতায়। তখন তিনি পঞ্চম শ্রেনীর ছাত্রী। তাঁর কবিতা স্থান পেয়েছে উত্তরপূর্ব
ভারতসহ দেশের বিভিন্ন পত্র-পত্রিকায়, ই-ম্যাগাজিনে। ২০১৩ সালের ২৫ই ডিসেম্বর, চন্দ্রানীর প্রথম কাব্যগ্রন্থ
“মন জংশন” প্রকাশিত হয় শিলচর বইমেলায়।
কবি চন্দ্রানীর কবিতা প্রকাশিত করে মিলনসাগরে , আমরা আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল – pinkilovesnature@yahoo.in
উত্স : কবির সঙ্গে ইমেলে পত্রালাপ।
কবি পিংকি পুরকায়স্থ চন্দ্রানীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির নিজস্ব ব্লগ ঈশানেরপুঞ্জমেঘ এ যেতে এখানে ক্লিক করুন।
কবির দ্বিতীয় ব্লগ স্বপ্নীলভূবন এ যেতে এখানে ক্লিক করুন।
কবির তৃতীয় ব্লগ Fantasyworld-Dreams এ যেতে এখানে ক্লিক করুন।
কবির ফেসবুকের পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের যোগাযোগের ঠিকানা :-
মিলনসাগর
srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৪.১১.২০১৪
...