কবি পৌলোমী সেনগুপ্ত -  জন্মগ্রহণ করেন বিহারের জামালপুরে। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স
কলেজ থেকে ইংরেজী সাহিত্যে স্নাতক হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এম.এ. লাভ করেন।

কবির পেশা সাংবাদিকতা এবং গ্রন্থসমালোচনা।

তিনি কৃত্তিবাস ও উত্সব পুরস্কারে ভূষিত হয়েছেন।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “পেন্সিল আর খুকি আমরা আজ রুমাল চোর” প্রভৃতি।

তাঁর সম্পাদিত পত্রিকা “আনন্দমেলা”, “উনিশ কুড়ি”, “কেরিয়ার” প্রভৃতি।

আমরা
মিলনসাগরে  কবি পৌলোমী সেনগুপ্তর কবিতা তুলে আনন্দিত।

উত্স -   নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
.          দামিনী ১৪০০ - ২০০০।
.          দেশ-এর কবিতা ১৯৮৩ - ২০০৭।     

কবি পৌলোমী সেনগুপ্তর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২০.০৬.২০১৩
...