কবি পৌষালী সেনগুপ্ত-র কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
বিদিশার নিশা পাবেনা আমার চুলে
আমিই তোমার সেই মেয়েটা
ওলটপালোট একমাথা চুল
বৃষ্টি ভেজা স্যাঁতসেঁতে দিন
সকাল থেকে জাঁকিয়ে বসা মনখারাপ
দুবেলা নিত্যপুড়ে, সময়ের পংক্তি জুড়ে
একলা ঘরে দুঃখ কিছু শুন্যে মাথা কুটছে
রক্ত জমে জল হয়েছে
খোলাচুল উড়ছে হাওয়ায়, সন্ধ্যে নামে
এভাবে চুল বাঁধবো ? নাকি অন্য ভাবে বাঁধি ?
একবার পৃথিবীকে সাক্ষী রেখে বোলো, ভালবাসি
তোর সন্ধানী চোখ বুকের ভেতর তীরের ফলা
ভাবের ঘরে করছো চুরি অসাবধানী
মুছে যায় পদচিহ্ন দূর থেকে দূরে
জীবন জোড়া ভ্রমণ কাহিনীরা থামছে এখন একলা চায়ের কাপে
মিলনসাগর
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
কবি
পৌষালী সেনগুপ্তর
পরিচিতির পাতায় . . .