আমিই তোমার সেই মেয়েটা . স্বপ্নে দেখো যাকে, বৃষ্টি নেবে হাতের পাতায় ? . আমার চোখে থাকে | আমি থাকি ? অনেক দূরে, বৌ কথা কও গ্রামে ; সেই যেখানে আমায় ছুঁয়ে সন্ধ্যেবেলা নামে | ঠিকানা চাই ? দূর আকাশে একলা জাগা তারা ওই তারাটার আলোর রেখায় ছোট্ট আমার পাড়া | দেখবে ছাতে হাওয়ায় ওড়ে মেঘলা রঙের শাড়ী, আয়না নদীর বাঁকের মুখে ছায়ায় ঘেরা বাড়ী | আসবে তুমি ? দাঁড়িয়ে আছি . তোমার পথ চেয়ে সেই যে তোমার স্বপ্নে দেখা . বৃষ্টি মাখা মেয়ে ||
সকাল থেকে জাঁকিয়ে বসা মনখারাপ চায়ের কাপে জুড়িয়ে যাওয়া নিরুত্তাপ, আপনি নাকি আবার ফিরে এই শহরে অল্পদিনের ব্যস্তসূচীর অফিস টুরে |
ঠোঁটের ফাঁকে আলতো ধরা আগুন শলা শ্রোতার চোখে চোখ ডুবিয়ে গল্প বলা মাঝে মাঝেই হাতের শাসন রুক্ষ চুলে কাছে থেকেও হারিয়ে যাওয়া মনের ভুলে---
এখনো কি তেমন আছেন ছন্নছাড়া ? এখনো কি বসন্তদিন ? কৃষ্ণচূড়া ? এখনো কি রাত্রি ছুঁয়ে স্বপ্ন আসে ? এখনো কি ভিজতে পারেন বৃষ্টি মাসে ?
নাকি এখন ব্যস্ত মানুষ কাজের ভারে ? দু একখানা চুল রুপোলী রগের ধারে, পাগল করা চোখ দুটো কি চশমা ঢাকা ? রঙ তুলি কি হারিয়ে গেছে ? বন্ধ আঁকা ?
মনে আছে দিনগুলো সেই ছাতিম ফুলের যখন তখন মেঘ ঘনাতো আমার চুলে, সেই যে প্রথম বৃষ্টি ফোঁটা শরীর ছুঁয়ে সেই যে প্রথম সোহাগ চেনা লজ্জা ধুয়ে | তারপরে তো হারিয়ে গেল সেই চেনা মুখ এখন আমার সন্ধ্যে একা, বিষাদ অসুখ | ঘুম না আসা রাত্রি জুড়ে ভাবনাগুলো, ঘুমের বড়ি, অবসাদের জমাট ধূলো |
হাসি মুখেই ছেড়েছি সব দাবী দাওয়া আজকে শুধু একটুখানি অতীত চাওয়া | আপনি যখন আবার ফিরে এই শহরে, আসবেন না, একটা বিকেল আমার ঘরে ?
এভাবে চুল বাঁধবো ? নাকি অন্য ভাবে বাঁধি ? কবি পৌষালী সেনগুপ্ত
এভাবে চুল বাঁধবো ? নাকি অন্য ভাবে বাঁধি ? এই রঙটা বড্ড ফিকে, অন্যটা আহ্লাদী | কোন রঙটা মানায় আমায় ? হলুদ, না, না, সবুজ আয়না থাকে চুপ করে, সেই লোকটা ভারী অবুঝ, একটু দেরী সইবেনা তার, ঘড়ির দিকে চোখ সাজবো তবু ইচ্ছে সুখে, যা হবে তাই হোক | রাগ করবে ? করুক গিয়ে, ও রাগ আমি চিনি, তার অনুযোগ তার অভিমান আদর দিয়ে কিনি | চুলটা তবে খোলাই থাকুক , নিরাভরণ হাত ছোট্ট টিপে সাজিয়ে নেবো লক্ষ তারার রাত, চুলের আড়ে একটু উঁকি টেরাকোটার দুল, ঢাকাই শাড়ীর জমিন জুড়ে সোহাগ কুচি ফুল | ঠোঁটের রঙে হালকা আভা, যুদ্ধ নাকি সন্ধি ? কাজল রেখায় সন্ধ্যে এঁকে কোরবো তাকে বন্দী |
তারপর-------
তারপর সেই একটি নিমেষ নৌকো এবং নদী ইচ্ছে শুধু নিমেষ টুকু অনন্ত হয় যদি |