একবার পৃথিবীকে সাক্ষী রেখে বোলো, ভালবাসি কবি পৌষালী সেনগুপ্ত
একবার পৃথিবীকে সাক্ষী রেখে বোলো, ভালবাসি একবার বেঁচে নেবো হাজার মরণ পার করে, ছাতিম ফুলের গন্ধ দুপুরের সন্মোহনী বাঁশি সব ছেড়ে দিতে পারি, শীতের কুয়াশামাখা ভোরে জিভের আশ্লেষে যদি শুষে নাও সব হাহাকার দুবাহুর নিষ্পেষণে রাত্রি হয়ে ওঠে গন্ধরাজ, ভেঙে যাক বৈধাবৈধ , বিধিনিষেধের সীমারেখা সমস্ত কবিতা আমি তোমাকেই দিয়ে যাবো আজ
তারপর ---
পরিণতিহীনতায় খুঁজে নেবো শেষ আশ্রয় তুমিও নতুন সুরে বেঁধে নিও অলৌকিক বাঁশি বিদায় সম্ভাষণ, প্রচলিত হাত নাড়া শেষে পৃথিবীকে সাক্ষী রেখে একবার বোলো “ভালোবাসি”