কবি প্রবীর জানার কবিতা ও ছড়া |
শরৎ খুশির পরশ কবি প্রবীর জানা মেঘ চলেছে আকাশ পথে শুভ্র রথে মিষ্টি, নাইতো এখন টাপুর টুপুর সারা দুপুর বৃষ্টি! ফুল ফুটেছে খুশির খবর শিউলি টগর গন্ধে, চিত্ত চাতাল উথাল পাথাল মনটা মাতাল ছন্দে! রোদ দুপুরে ঝরছে সোনা যায়না গোনা হাজার, আসছে শরৎ খুশির পরশ নয় দেরী তা আজ আর! আমরা যে তাই জড়াই সুখে আকাশ বুকে রাদ্দিন, মন থেকে সব হিংসা-ভীতি বিভেদ-রীতি বাদ্দিন! . ************************* . সূচিতে . . . মিলনসাগর |
শরৎ পুজোর স্মৃতি কবি প্রবীর জানা শরৎ সাঁঝে আকাশ মাঝে চাঁদের সেকি হাসি, শিউলি টগর দিচ্ছে খবর এমন দিনে আসি। উলুক ঝুলুক সারা মুলুক নাই এখন আর বর্ষা, রোদের সোনা যায় না গোনা আকাশ কি যে ফর্সা। ঢ্যামকুড়াকুড় আসছে ঠাকুর বাদ্যি বাজে দূরে, আজ আদিবাস সাবাস সাবাস চলনা আসি ঘুরে। ছোট্ট খোকা হাঁদা বোকা বুড়ো বুড়ি ওদের, মুখের হাসি রাশি রাশি মুক্তো যেন রোদের। শরৎ জানে শরৎ মানে পূজোর রঙিন স্মৃতি, শরৎ প্রাণে প্রীতির টানে জাগায় প্রেম ও সম্প্রীতি। . ************************* . সূচিতে . . . মিলনসাগর |