কবি প্রবুদ্ধ সুন্দর কর – জন্মগ্রহণ করেন ত্রিপুরার রাজধানী আগরতলায়। পিতা হরিপদ কর ও মাতা
সন্ধ্যারাণী দেবী।
কবির স্কুল জীবন কাটে আগরতলার বেশ কয়েকটি স্কুলে। উচ্চমাধ্যমিক পাশ করেন নেতাজী সুভাষ বিদ্যা
নিকেতন থেকে। এরপর কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী অনার্স নিয়ে স্নাতক হন।
কর্ম জীবনে কবি ত্রিপুরার একটি স্কুলে শিক্ষকতা করছেন।
৮৪ থেকেই কবির সাহিত্য জগতে তাঁর আগ্রহ জন্মায়। ৮৯ এ লেখালেখি শুরু। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের
মধ্যে রয়েছে “ডার্করুম মহানক্ষত্র” (১৯৯০), “ইন্দ্রজাল কমিক্স” (১৯৯৬), “মায়াতাঁত” (২০০১), “নৈশ শিস”
(২০০৫), “আত্মবিষ” (২০১০), “যক্ষের প্রতিভূমিকা” (২০১৩) প্রভৃতি। তাঁর সম্পাদনায় ২০০৩ সালে প্রকাশিত
হয় “উত্তরপূর্বের তরুণ কবিদের শ্রেষ্ঠ বাংলা কবিতা” সংকলন।
তাঁর সম্পাদিত পত্র পত্রিকার মধ্যে রয়েছে “বাংলা কবিতা” পত্রিকা, যা ১৯৯০ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত
চালানো সম্ভব হয়েছিল। রয়েছে ৯৬-৯৭ সালের গল্পের পত্রিকা “সমবেত প্রতিদ্বন্দ্বী” যা মাত্র দুটি সংখ্যা বার
করতে পেরেছিলেন।
কবি প্রবুদ্ধসুন্দর কবিদের কোনো পুরস্কার পাওয়ায় বিশ্বাস করেন না।
আমরা মিলনসাগরে কবি প্রবুদ্ধ সুন্দর করের কবিতা তোলার অনুমতি দেবার জন্য কবিকে সাইটের পক্ষ
হতে অসংখ্য ধন্যবাদ জানাই।
কবির সঙ্গে যোগাযোগ ---
চলভাষ - ৯১৯৪৩৬১৩৮০৬৭
উত্স – কবির সাথে ১৩.০৩.২০১৪ তারিখে দূরভাষে একটি সাক্ষাত। মিলনসাগরের পক্ষে সাক্ষাত্কারটি
. নিয়েছেন মিলন সেনগুপ্ত।
কবি প্রবুদ্ধ সুন্দর করের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৬.৩.২০১৪
...