ভাবনাকে সাড়ে পাঁচ ফুট গ'ড়ে নিলে কেমন হয়! ভাবছি- ইচ্ছেয় চ'লে ব'লে হেসে কেঁদে- থুড়ি, কান্না কি সে! সাথে পাগলামি এক মগ পেয়েছে, টি টাইম পার হ'য়েছে তো।
ভাবনাকে সাড়ে পাঁচ ফুট গ'ড়ে নিলে কেমন হয়! ভাবছি- এমন সময় পুতুল পুতুল মেয়ে কানে কানে বলে গেল "বাবা- মামা এসেছে!"
ভাবনাকে সাড়ে পাঁচ ফুট গ'ড়ে নিলে কেমন হয়! ভাবছি- কি হবে ভেবে লাভ নেই,
ওষুধ আছে তিনটি, সকাল দুপুর রাতে।
"ওষুধ খেয়েছো?" বাকি সাড়ে পাঁচ ফুট শুধোয়।
"খেয়েছি" আলস্য ভরা উত্তর।
প্রযুক্তি, বিশ্বায়ণ, সোসাল নেটওয়ার্কিং চাহিদার বিস্ফোরণ, ডেস্কটপ থেকে ল্যাপটপ আর প্যাডটপ আরো কত কি। সব ঘেরাটোপ, ক্ষুদ্র ভাবনা ডিঙ্গিয়ে আরও ক্ষুদ্র ক্রমশঃ।
ভাবনাকে সাড়ে পাঁচ ফুট গ'ড়ে নিলে কেমন হয়! ভাবছি- হৃদপিন্ড থেকে মস্তিষ্ক রক্তপথে ভ্রমণ করি। শ্বাস তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, স্নায়ু তন্ত্র, পরিপাক তন্ত্র, খুটি-নাটি। ভিড়ের মধ্যে রেচন, জনন তো গেটে ঝুলে থাকে, কথা বলার জন্য ব্যাকুল। জার্ম সেল, ব্যাকটেরিয়া, ভাইরাসের সঙ্গেও ইচ্ছে-মতো গল্প করি। পায়ের নখ থেকে চুলের ডগা অবধি- ওদের জগতে ইদানিং হামেশাই ঘুরে বেড়াই। আজ তো বন্ধু ওরাই! কয়েক ফোঁটা রক্ত, আর কয়েকটি দেহকোশ প্রতিদিন শুধু চাই ডিনারে- আর প্রতিদিন কিছুটা উষ্ণতা শরীরের।