কবি প্রদীপ বিশ্বাসের কবিতা
*
ভাবনাকে সাড়ে পাঁচ ফুট
কবি প্রদীপ বিশ্বাস
         
ভাবনাকে সাড়ে পাঁচ ফুট গ'ড়ে নিলে কেমন হয়! ভাবছি-  
ইচ্ছেয় চ'লে ব'লে হেসে কেঁদে-   
থুড়ি, কান্না কি সে!
সাথে পাগলামি এক মগ পেয়েছে,
টি টাইম পার হ'য়েছে তো।       

ভাবনাকে সাড়ে পাঁচ ফুট গ'ড়ে নিলে কেমন হয়! ভাবছি-   
এমন সময় পুতুল পুতুল মেয়ে
কানে কানে বলে গেল "বাবা-  
মামা এসেছে!"

ভাবনাকে সাড়ে পাঁচ ফুট গ'ড়ে নিলে কেমন হয়! ভাবছি-       
কি হবে ভেবে লাভ নেই,

ওষুধ আছে তিনটি, সকাল দুপুর রাতে।

"ওষুধ খেয়েছো?" বাকি সাড়ে পাঁচ ফুট শুধোয়।

"খেয়েছি" আলস্য ভরা উত্তর।


প্রযুক্তি, বিশ্বায়ণ, সোসাল নেটওয়ার্কিং
চাহিদার বিস্ফোরণ,
ডেস্কটপ থেকে ল্যাপটপ আর প্যাডটপ    
আরো কত কি।  
সব ঘেরাটোপ,   
ক্ষুদ্র ভাবনা ডিঙ্গিয়ে আরও ক্ষুদ্র ক্রমশঃ।

ভাবনাকে সাড়ে পাঁচ ফুট গ'ড়ে নিলে কেমন হয়! ভাবছি-     
হৃদপিন্ড থেকে মস্তিষ্ক রক্তপথে ভ্রমণ করি।  
শ্বাস তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র,
স্নায়ু তন্ত্র, পরিপাক তন্ত্র, খুটি-নাটি।
ভিড়ের মধ্যে রেচন, জনন তো গেটে ঝুলে থাকে,
কথা বলার জন্য ব্যাকুল।
জার্ম সেল, ব্যাকটেরিয়া, ভাইরাসের
সঙ্গেও ইচ্ছে-মতো গল্প করি।
পায়ের নখ থেকে চুলের ডগা অবধি-
ওদের জগতে ইদানিং হামেশাই ঘুরে বেড়াই।  
আজ তো বন্ধু ওরাই! কয়েক ফোঁটা রক্ত,  
আর কয়েকটি দেহকোশ প্রতিদিন শুধু চাই ডিনারে-  
আর প্রতিদিন কিছুটা উষ্ণতা শরীরের।  

ভাবনাকে সাড়ে পাঁচ ফুট গ'ড়ে নিলে কেমন হয়! ভাবছি-

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
প্রেমাঙ্গন
কবি প্রদীপ বিশ্বাস

কইবো পাখির কানে-কানে  
শুনবো তারি ভাষা,
যে ভাষাতে কথা বলে      
ওদের ভালোবাসা।

মন হারায়ে শোনে এ মন    
মুগ্ধ হ'য়ে ওঠে,
কাঁদানীয়া বাঁশির ধ্বনি     
প্রাণ ভরিয়ে গোঠে।

অন্ধ কানাই পথের ধারে  
বসন্ত-বাহার গায়,
প্রেম জাগান মধুর প্রাণে   
পাখি ঘরে যায়।

দিঘীর বুকের  কালো জল    
কার বিরহে রয় ?
আঁধার মাখা বাঁশের বনে   
চাঁদের জোছনায়।

অন্ধজনে কোন সে আলোয়  
দেখে জগৎখানি,
দেখে আমি বিস্মিত হ'ই    
পর্দা ফেলি  টানি।

দৃষ্টি যখন অবাধ হবে     
দেখব নয়ন মেলি,
উপর নীচে ডাইনে বায়ে  
ভাবনা টি-রে ভুলি।

তখন আমায় চিনবে কিগো?  
বুঝবে মনের ব্যথা,
জীবন ভ'রে হয়নি বলা     
না বলা যে কথা।

আমিই শুধু মূক হয়ে      
ছিলেম অন্য মনে,
বধির তুমি ছিলে না কি    
বিদায় নেবার ক্ষণে ?

. *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর