কবি প্রদীপ বিশ্বাস – এর ছদ্মনাম “বন্দি”। তিনি জন্মগ্রহণ করেন উত্তর ২৪ পরগণার বনগ্রামে। পিতা
প্রফুল্ল কুমার বিশ্বাস প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মাতা সুনীতি দেবী।
কবি “বনগ্রাম দীনবন্ধু মহাবিদ্যালয়” থেকে বিজ্ঞান বিভাগে কলেজের পড়া শেষ করে বর্তমানে হোমিওপ্যাথি
চিকিৎসক ও সঙ্গীত শিক্ষক হিসেবে কর্মরত।
কবি নিয়মিত বাংলা কবিতা লিখে আসছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। ইনটারনেটে তাঁর কবিতা
বাংলা কবিতা.কম ওয়েসাইটেও প্রকাশিত হয়েছে।
আমরা মিলনসাগরে কবি প্রদীপ বিশ্বাসের কবিতা তুলে আনন্দিত। তাঁর কবিতাগুলি তিনি নিজেই
আমাদের টাইপ করে পাঠিয়েছেন।
কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা - হেলেঞ্চা, বাগদা, উত্তর চব্বিশ পরগনা।
ইমেল - pradip.biswas0111@gmail.com
উত্স – কবির সঙ্গে ইনটারনেটে পত্রালাপ।
কবি প্রদীপ বিশ্বাসের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ০৪.০৯.২০১৩
...