কবি প্রমীলা (বসু) নাগ - এর পিতার নাম বিজয়চন্দ্র বসু। তাঁদের আদি নিবাস ছিল
অবিভক্ত বাংলার ঢাকা জেলার বিক্রমপুরে। তিনি মনমোহন ঘোষ এবং লালমোহন ঘোষের ভাগ্নী। তাঁর
বিয়ে হয় বিলেত ফেরত ডাক্তার গঙ্গাকান্ত নাগের সঙ্গে।

কবি কবি মাত্র
পঁচিশ বছর বয়সেই মারা যান।

তার মধ্যেই তাঁর দুখানি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় এবং কবি হিসেবে খ্যাতি লাভ করেন। এ ছাড়া
তাঁর বেশীর ভাগ কবিতা “সাহিত্য” পত্রিকায় প্রকাশিত হয়।

তাঁর কবিতায় বেদনা ও হাহাকারের সুর স্পষ্ট। "সাহিত্য" পত্রিকা, আষাঢ় ১২৯৮ সংখ্যায়
কবি দেবেন্দ্রনাথ
সেন
, কবি সরোজকুমারী দেবী এবং কবি প্রমীলা (বসু) নাগ-এর খেদোক্তিময় কবিতার জন্য, তাঁদের সম্বোধন
করে লেখেন "নব তপস্বিনী" কবিতা। কবিতাটি পড়তে
কবি দেবেন্দ্রনাথ সেনের পাতায় যান অথবা এখানে
ক্লিক্ করুন


আমরা
মিলনসাগরে তাঁর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে আমাদের এই প্রচেষ্টার
সার্থকতা |


উত্স -  যোগেন্দ্রনাথ গুপ্ত, বঙ্গের মহিলা কবি, ১৯৩০  

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     

...