কবি প্রণব রায়ের কবিতা ও গীত
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
২৭।
২৮।
২৯।
৩০।
৩১।
৩২।
৩৩।
৩৪।
৩৫।
৩৬।
৩৭।
৩৮।
৩৯।
৪০।
৪১।
৪২।
৪৩।
৪৪।
৪৫।
৪৬।
৪৭।
৪৮।
আ --- ও তোর জীবনবীনা আপনি বাজে দুঃখ সুখের তারে           
আঁধার মনের দিগন্তে আজ আলো দেখাও আলো দেখাও        
আমার সোনা, চাঁদের কণা, ভুবনে তুলনা নাই রে         
আমি আপন করিয়া চাহিনি         
আমি চঞ্চল ঝর্ণাধারা, পথ চলি গান গেয়ে         
আমি বনফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে       
আর ডেক না সেই মধুনামে যাবার লগনে       
এই কিগো শেষ দান ? বিরহ দিয়ে গেলে        
এই ফাগুনে ডাক দিলে কে ?       
এক হাতে মোর পূজার থালা, আর এক হাতে মালা          
এমনি বরষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন                
ও নিরুপম সুন্দর মন তুমি আছ নয়নে      
কত জনম যাবে কত নিশি হবে ভোর         
কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি          
কত যে ব্যথা ভুলালে জীবনে প্রিয়া           
কোনো কথা আর শুধাবো না আজি বিদায় গোধূলি বেলা      
খেলাঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনায়          
ঘুমের ছায়া চাঁদের চোখে, এ মধু রাত নাহি বাকি         
চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয় আমারও সমাধি পরে         
তীর বেঁধা পাখী আর গাইবে না গান       
তুমি কত সুন্দর কে আমারে বলে যায়      
তুমি কি এখন দেখিছ স্বপন, আমারে         
তুমি যে আমার এই ভূবনে তাই এত আলো এতো গান       
তোমার আকাশে এসেছিনু  হায় আমি কলঙ্কি চাঁদ          
দীপ খোঁজে আলো মন খোঁজে মন    
নাই বা ঘুমালে প্রিয়, রজনী এখনো বাকী           
নাই বা পরিলে আজ মালা চন্দন         
নিদহারা আজ রাতে গায় পাপিয়া        
পথ ছেড়ে দাও প্রিয়া সময় নাহি যে আর       
পরদেশী কোথা যাও থাম গো হেথা পলাশবনের পাশে      
প্রভুজী, প্রভুজী, প্রভুজী তুমি দাও দরশন       
বলেছিলে তাই চিঠি লিখে যাই (চিঠি) পাঠিয়েছেন নুরুস সাফা     
ভাঙনের তীরে ঘর বেঁধে কী বা ফল         
মধু মালতী ডাকে আয়          
মনের দুয়ার খুলে কে গো তুমি এলে  বলো না       
মাটির এই খেলাঘরে কেউ হাসে কেউ কাঁদে        
মা --- মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে          
মোর জীবনের দু’টি রাতি, তারই স্মৃতি লয়ে মনের গহনে         
যখন র’ব না আমি দিন হলে অবসান        
যদি ভুলে যাও মোরে জানাব না অভিমান         
যবে এসেছিলে তুমি প্রিয় জীবনে মম        
যাই তবে চলে যাই, চোখে যদি আসে জল          
যেথা গান থেমে যায় দীপ নেভে হায়, মিলনের নিশি ভোরে      
যে ভালোবাসায় কেবলই কাঁদায় সোইতো আমার ভালো       
যে ভালোবাসায় ভোলায় মোরে মিছে আশায় ভোলায় না    
সাঁঝের তারকা আমি পথ হারায়ে এসেছি ভুলে          
সেই মধুরাতে আধখানি ছিল জাগিয়া        
হৃদয় আমার সুন্দর তব পায়       



মিলনসাগর