কবি প্রণব রায়ের কবিতা ও গীত
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
*
কথা - প্রণব রায়, সুর - প্রভাস দে, কণ্ঠ - মান্না দে

যে ভালোবাসায় ভোলায় মোরে মিছে আশায় ভোলায় না
সেই ত আমার প্রিয়।
যে দুঃখে সুখে দোলায় মোরে কল্পনাতে দোলায় না
সেই ত আমার প্রিয়।
যে সকল ঝড়ের আঘাত থেকে বাঁচায় মোরে আগলে রেখে
প্রদীপ হয়ে নিজেই জ্বলে, আগুন হয়ে জ্বালায় না
সেই ত আমার প্রিয়।
যে আপন হাতের পরশ দিয়ে অশ্রু আমার দেয় মুছিয়ে
মনের মালায় বাঁধে আমায় বনফুলের মালায় না
সেই ত আমার প্রিয়।



.               *************************                                               
উপরে    


মিলনসাগর
*
কথা - প্রণব রায়, সুর - রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়

আর ডেক না সেই মধুনামে যাবার লগনে
কিশোর বেলায় যে নামে ডাকিতে
কেন ডাকো মোরে যাবার লগনে
তোমারই আঘাতে ঝরেছে যে মালা
ভুলিতে দিওগো মোরে তারই স্মৃতি জ্বালা
নয়ন কোণে মোর সজল বরষা
থাকনা গোপনে সবার লগনে।
যদি গো মাধবী চাঁদ ওঠে কোন রাতে খুঁজোনা আমায়
মন যদি চায়, সে কি পায়!
মালার শপথ লাগে বলনা আমারে
কাঁদাও কেন গো তুমি ভালোবাসো যারে
তোমারে চাহিয়া তবু বেদনা সয়েছি
সারাটি জীবনে যাবার লগনে

.          *************************                                                             
উপরে    


মিলনসাগর
*
কথা - প্রণব রায়, সুর - পবিত্র চট্টোপাধ্যায়, কণ্ঠ - মান্না দে,
ছায়াছবি - মেঘ কালো

দীপ খোঁজে আলো মন খোঁজে মন
আশা নিয়ে শুধু খোঁজা সারাটা জীবন---
আশার সে আলোয় হায় ফুরালে
.                        সে কি পাওয়া যায়।

মন তবু বসে থাকে, তারই দুরাশায়॥
জীবনের পরশমণি, প্রেম তারই নাম
যে পেয়েছে সে জেনেছে কি যে তার দাম ?
মেলে কি কখনও যদি সে মণি হারায়!
মন তবু বসে থাকে, তারই দুরাশায়॥

কে যানে গো কি খেলা যে খেলে
বোঝে না সে জীবনে কার, হোল কি ক্ষতি
বুকের দুয়ারে এসে সে নিল বিদায়,
মন তবু বসে থাকে, তারই দুরাশায়॥

.          *************************                                                             
উপরে    


মিলনসাগর
*
কথা - প্রণব রায়, সুর - রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়

মধু মালতী ডাকে আয়
.                ফুল ফাগুনের এই খেলায়।
যূথী কামিনী কত গাঁথা
.                গোপনে বলে মলয় আয় আয়॥
চাঁপাবনে অলিসনে আজ
.                লুকোচুরি গো লুকোচুরি
আলো ভরা কালো চোখে
.                কি মাধুরী গো কি মাধুরী
মন চায় যে ধরা দিতে
.                তবু সে লাজে মরে যায়॥
মালা হয়ে প্রাণে মম
.                কে ঝড়ালো কে ঝড়ালো
ফুলরেণু মধুবায়ে
.                কে ঝড়ালো কে ঝড়ালো
জানি জানি কে মোর এ হিয়া
.                রাঙালো রাঙা কামনায়॥

.          *************************                                                             
উপরে    


মিলনসাগর
*
কথা - প্রণব রায়, সুর - রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়,
ছায়াছবি - শিল্পী

তুমি যে আমার এই ভূবনে তাই এত আলো এতো গান
তোমারে হারালে এ জীবনে মোর সকলি যে অবসান
(তাই) অলখে এ হিয়া মোর, তোমারই ধ্যানে বিভোর
তোমারই ছোঁয়ায় মাটির প্রতিমা, সহসা পেয়েছে প্রাণ
তুমি নহ মোর শুধু অবসর সাথী
সারা জীবনের অশ্রু হাসির মালা, তোমারে দিয়েছি গাঁথি
(আমি) তোমারই যে চিরদিন তোমাতে হব বিলীন
ভালোবাসার অধিকার মম সেও যে তোমারই দান

.          *************************                                                             
উপরে    


মিলনসাগর
*
কথা - প্রণব রায়, সুর - পবিত্র চট্টোপাধ্যায়, কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়,
ছায়াছবি - পিতাপুত্র

তুমি কত সুন্দর কে আমারে বলে যায়---
জানি গো সে যে তুমি, সুন্দর করে দেখেছ তুমি আমায়
তোমার বাঁশীতে বাজে কি, বলো আমার গানের ছন্দ
বাতাসে আমি যে পেয়েছি, সেকি তোমার মালার গন্ধ
বলো না বলো না.... তোমার ফাল্গুন এ জীবনে কারে চায়
আজ বারে বারে মনে হয়, ছিল দোঁহে পরিচয়
আমার দিবস রজনী শুধু তোমার আবেশে মগ্ন
তুমি কি মাধবী নিশিথে বলো দেখেছ আমার স্বপ্ন
হৃদয় তোমার দোলে ভাবনায়, কে যেন আমারে বলে যায়

.          *************************                                                             
উপরে    


মিলনসাগর
*
কথা - প্রণব রায়, সুর - রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়,
ছায়াছবি - পিতাপুত্র   

তীর বেঁধা পাখী আর গাইবে না গান
ভুলে গেছে জীবনের হাসি কলতান

হাসি ছিল গান ছিল সাথী ছিল সাথে
বুঝিনি তো তীর ছিল নিয়তীর হাতে
দুদিনের মধু মেলা হোলো অবসান।
তীর বেঁধা পাখী আর গাইবে না গান

বুকে লয়ে অভিমান নীরব হয়েছে ভালোবাসা
চোখে তবু আসে জল, অশ্রু যে ব্যথার ভাষা
এ জীবনে মালা গেঁথে কেন ছিঁড়ে ফেলা
আমি যেন নেভা দীপ ব্যথা ভরা প্রাণ।
তীর বেঁধা পাখী আর গাইবে না গান

.          *************************                                                             
উপরে    


মিলনসাগর
*
কথা - প্রণব রায়, সুর - রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়,
ছায়াছবি - পিতাপুত্র, (মীরার ভজন থেকে)

প্রভুজী, প্রভুজী, প্রভুজী তুমি দাও দরশন,
প্রভুজী তুমি দাও দরশন
আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন
প্রভুজী তুমি দাও দরশন
জনমে জনমে আমি তোমারি
জারী আমি প্রভু তুমি চন্দন দাও দরশন
কে আছে আমার বল জীবনে মরণে,
শরণ নিয়েছি তোমার চরণে
তুমি ছাড়া সুখ নাহি, তুমি ছাড়া কে আপন
প্রভুজী তুমি দাও দরশন
তুমি ধ্রুবতারা পথের আঁধারে
তব প্রেম জ্যোতি দেখাও আমারে
মীরার প্রভু তুমি ওগো গিরিধারী
নাগর প্রভু তুমি মীরার প্রভু
মীরার প্রভু ওগো গিরিধারী নাগর
তোমার আমার চির বন্ধন
প্রভুজী তুমি দাও দরশন
প্রভুজী তুমি দাও দরশন

.          *************************                                                             
উপরে    


মিলনসাগর
*
কথা - প্রণব রায়, সুর - কমল দাশগুপ্ত, কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়,
ছায়াছবি - ব্রতচারিণী   

যে ভালোবাসায় কেবলই কাঁদায় সোইতো আমার ভালো
প্রিয় সেই তো আমার ভালো, তুমি ব্যথার আগুনে জ্বালাবে যতই
আমি দেব তত আলো প্রিয় সেই তো আমার ভালো
এই জীবনে যদি নাহি হয় পাওয়া কাঙালের মত কোন তবে চাওয়া
তোমার আকাশে থাক মধুরাতি আমার আঁধার কালো
সেই তো আমার ভালো প্রিয় সেই তো আমার ভালো
এই তো আমার ব্রত প্রিয় এই তো আমার ব্রত
যেন তোমারই পূজায় ক্ষয় হয়ে যায় এ প্রাণ ধূপের মত এই আমার ব্রত
না পাওয়ার ব্যথা আমার হৃদয়ে প্রেমের সুরভি ছড়ালো
সেই তো আমার ভালো প্রিয় সেই তো আমার ভালো

.          *************************                                                             
উপরে    


মিলনসাগর
*
কথা - প্রণব রায়, সুর - রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়,
ছায়াছবি - নায়িকার ভূমিকায়   

আঁধার মনের দিগন্তে আজ আলো দেখাও আলো দেখাও
নতুন সূর্য্য আলো দেখাও আলো দেখাও আশ্রয়
সত্যের পথ মঙ্গল পথ তাই শেখাও
মানুষের যেন বঞ্চনা করে নিজেরে করি না হীন
অন্যায় যেন হার মানে চিরদিন।
অন্ধরাত করো প্রভাত আলো দেখাও
মনে আমার শিভ্র প্রাণের ফুল ফোটাও নতুন সূর্য্য


.          *************************                                                             
উপরে    


মিলনসাগর
*
কথা - প্রণব রায়, সুর - রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়, ছায়াছবি - নায়িকার ভূমিকায়   


এই ফাগুনে ডাক দিলে কে ?
ও আমার স্বপ্ন --- আবেশে ভরা মন নিলো যে
আমার মন কে পরিয়ে মালা কাছে এলো যে
সোনা আলো হাসিতে, ফাল্গুনী বাঁশীতে ডাক দিল কে
আজ মালঞ্চে মোর বুঝি হয়েছে ভোর
আহা প্রাণের গোলাপে এত রঙ দিল কে ?
ও তার ভালোবাসার আমি রূপসী তাই মরি
আমায় দেখেছি আমি তারই দুই চোখে

.          *************************                                                             
উপরে    


মিলনসাগর
*
কথা - প্রণব রায়, সুর - রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়, ছায়াছবি - নায়িকার ভূমিকায়   


ও নিরুপম সুন্দর মন তুমি আছ নয়নে
ও রূপ দেখে সাধ যে মেটে না আরো দেখার সাধ জাগে
তোমারই মত সুন্দর গো কে আছে এ ভূবনে
সূর্য্যমুখীর বুকে যেমন জাগে আলোর পিয়াসা
তুমিই জানো আমার প্রাণে লুকিয়ে আছে কি আশা
সাধ জাগে সাজাতে তোমায়, মোর প্রণয়ের চন্দনে।
পূজার থালায় ফুল রেখেছি, মনও আমার ফুল হলো
কোন কুসুমে গাঁথবো মালা তুমি প্রিয় আজ বলো
একসাথে দুলবো দুজনে, সুখ দুঃখেরই ঝুলনে

.          *************************                                                             
উপরে    


মিলনসাগর