কবি প্রণব রায়ের কবিতা ও গীত
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
*
কথা - প্রণব রায়, সুর - রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ - শিপ্রা বসু

মনের দুয়ার খুলে কে গো তুমি এলে  বলো না----
ফাল্গুনী হাওয়া দোলে মনোবনে দোলে ফুলের কামনা  ||
আনন্দ রাগিণী বাজালে
কত রূপে কত সাজে কত অনুরাগে গো আমারে সাজালে,
আমি যে তোমারই রচনা  ||
কি মায়া বাঁধনে বেঁধেছো
কত সুরে কত গানে কত মধুনামে গো আমারে সেধেছো,
তবুও মেটেনি বাসনা  ||

.          *************************                                                             
সূচিতে    


মিলনসাগর
*
কথা - প্রণব রায়, সুর - দুর্গা সেন, কণ্ঠ - সত্য চৌধুরী

কত যে ব্যথা ভুলালে জীবনে প্রিয়া |
আহত মম বুকের পরে কোমল কপোল রাখি
‘আমি আছি তব সাথে গো’ তুমি বলেছ আমারে ডাকি
যবে একা ছিনু এই ভুবনে প্রিয়া  ||
নিঠুর ধরণী বারে বারে দিয়েছে আঘাত মোরে,
কত না বরষা নীরবে মোর আঁখি হতে গেছে ঝরে
সেই অশ্রু মোছালে গোপনে প্রিয়া  ||
এ জীবন মোর ছিল মরুসম তুমি আনিলে বসন্ত,
বুঝিনু সহসা আমার ভুবনে আছে মাধুরী অনন্ত
যবে কাছে এলে মৃদু চরণে প্রিয়া  ||

.          *************************                                                             
সূচিতে    


মিলনসাগর
*
কথা - প্রণব রায়, সুর - দুর্গা সেন, কণ্ঠ - সত্য চৌধুরী

পথ ছেড়ে দাও প্রিয়া সময় নাহি যে আর,
জীবনে আমার পরম লগ্ন এলো জয়যাত্রার ||
ওই শোনো আজ দাঁড়ায়ে দুয়ারে
বন্দিনী দেশ ডাকে বারে বারে-----
যাবার বেলায় মোর হাতে দাও মালা নয়, তরবার ||
যদি ফিরে নাহি আসি অশ্রু ফেলো না,
তুমি যে বীরের প্রিয়া-----
তব সীমন্তে কুমকুম দিও গো মোর বুকের শোনিত দিয়া  |
আমার রয়েছে অগ্নির বাসর,
স্বপ্ন দেখার নাহি অবসর------
মালা দিয়ে তারে কেন বাঁধো যার দু’হাতে শিকলহার ||

.          *************************                                                             
সূচিতে    


মিলনসাগর
*
কথা - প্রণব রায়, সুর - শৈলেশ দত্তগুপ্ত, কণ্ঠ - সন্তোষ সেনগুপ্ত

তোমার আকাশে এসেছিনু  হায় আমি কলঙ্কি চাঁদ
দূর হতে  শুধু ভালবেসেছিনু সে তো নহে অপরাধ ||
.       তুমি তো জানিতে আমার হিয়ার তলে
.       কোন্ সে বেদনা কলঙ্ক হয়ে দোলে-----
মোর জোছনায় টুটে গেল তাই তোমার মনের বাঁধ | |
.        কলঙ্ক মোর দেখেছে সবাই তুমি দেখেছিলে আলো,
.        মোর কলঙ্কে গৌরব মানি তাই বেসেছিলে ভালো |
.        অঙ্গে তোমার মোর ছায়া লাগে পাছে
.        ভালোবেসে তবু তোমারে চাহিনি কাছে ;
দূর কালিমাতে জ্বলে আজও তাই অপূর্ণ মোর সাধ ||

.               *************************                                                             
সূচিতে    


মিলনসাগর
*
কথা - প্রণব রায়

ও তোর জীবনবীণা আপনি বাজে দুঃখ সুখের দুই তারে,
ভাঙাগড়ার নিত্য খেলা জীবন নদীর দুই পারে-----
এ জীবনের চলার পথে আনন্দে তুই গান করে যা ||
কী পেলি তুই কী হারালি হিসাব করে কাজ কি বল্  ?
তোর দুঃখব্যথার মিলন কাঁটায় ফুটবে সুখের কমল দল-----
কাঁটার ব্যথা আপনি লয়ে ফুলগুলি তোর দান করে যা  ||
দীন দুনিয়ার মালিক যিনি জীবন চলে যার হাতে,
এক হাতে তার গরল আছে অমৃত বয় আর হাতে----
আপন হাতে যা দেয় প্রভু তাই নিয়ে তুই পান করে যা ||

.               *************************                                                             
সূচিতে    


মিলনসাগর
*
কথা - প্রণব রায়

পরদেশী কোথা যাও থাম গো হেথা পলাশবনের পাশে----
একটুখানি বসো মোর আঙিনায় দেখো চাঁদ উঠেছে আকাশে ||
ঝিরিঝিরি চৈতালী বায়
আদর করিবে তব গায়
অলস আঁখির পাতা আসিবে ঢুলে মহুয়ার ফুল সুবাসে ||
দোলনচাঁপার শাখে দোলনা বেঁধে দুলিব------
মোরা দুলিব দু’জন মিলে ;
দুটি মরালসম দোঁহে সাঁতার দেব নীল শালুকের ঝিলে |
জোছনায় বনতরু তলে
রচিব শয়ন ফুলদলে
রাতের পাখির মত ঘুমাব দোঁহে মধুর স্বপন বিলাসে ||

.               *************************                                                             
সূচিতে    


মিলনসাগর
*
কথা - প্রণব রায়, সুর - রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ - আলপনা বন্দ্যোপাধ্যায়
ছায়াছবি - সাগরিকা

হৃদয় আমার সুন্দর তব পায়
বকুলের মতো ঝরিয়া মরিতে চায়  ||
.       মোর মনের কামনাগুলি
.       উঠে মণিহার হয়ে দুলি
সে মালা গোপনে তোমারে শুধু জড়ায়  ||
.            হৃদয় আমার সূর্যমুখীর মতো
.        মুখপানে তব চেয়ে রয় অবিরত |
.                              ভীরু ভালোবাসা মম
.                    জ্বলে প্রদীপের শিখা সম-----
নিজেরে দহিয়া তব মুখ উজলায়  ||

.               *************************                                                             
সূচিতে    


মিলনসাগর
*
কথা - প্রণব রায়, সুর - পবিত্র চট্টোপাধ্যায়, কণ্ঠ - আশা ভোঁসলে
ছায়াছবি - মেঘ কালো

আমি আপন করিয়া চাহিনি
তবু তুমি তো আপন হয়েছ-----
জীবনের পথে ডাকিনি তোমায়,
সাথে সাথে তুমি রয়েছ ||
তুমি কোন্ পথে এলে জানি না মোর জীবনে
সেই পথে এলো আমার ফাগুন ভুবনে -----
জানি না কখন কুসুমের মতো
আমারে কুড়ায়ে লয়েছ ||
মোর নীরব বীণাটি প্রাণের পরশে বাজালে
আমার আকাশ চাঁদের তিলকে সাজালে |
তুমি যা দিয়েছ আমারে রবে লুকানো
হৃদয়ের দান যায় না কখনো ফেরানো |
শূন্য আমার অঞ্জলি ভরে
কত না মাধুরী দিয়েছ ||

.               *************************                                                             
সূচিতে    


মিলনসাগর
*
চিঠি
কথাঃ প্রণব রায়
সুরঃ সুবল দাশগুপ্ত
শিল্পীঃ জগন্ময় মিত্র

(১)

বলেছিলে তাই চিঠি লিখে যাই, কথা আর সুরে সুরে
মন বলে তুমি রয়েছ যে কাছে, আঁখি বলে কত দূরে!

তুমি আজ কত দূরে?
আঁখির আড়ালে চলে গেছ তবু
রয়েছ হৃদয় জুড়ে।

যাবার বেলায় হাত দুটি ধরে
বলেছিলে, চিঠি দিও
বলেছিলে তুমি চিঠি দিও মোরে
দূর থেকে তাই গানের লিপিকা লিখে যাই গো
লিখে যাই সুরে সুরে।
তুমি আজ কত দূরে?

মনে পড়ে কবে অলখে আসিয়া
সহসা মোর চোখে
রাখিয়া কোমল করপল্লব শুধালে
শুধালে বলোতো কে?

আমি কহিলাম আজও কি জাননা
তুমি যে আমার সকল সাধনা
শুধু অনুভবে হৃদয় চেনে গো হৃদয়ের বন্ধুরে।
তুমি আজ কত দূরে?

(২)

যত লিখে যাই তবু না ফুরায় চিঠিতো হয়না শেষ
স্মৃতির বীণায় আজও বাজে হায় প্রথম দিনের রেশ!

তুমি আজ কতদূরে?
যে মাধবী তলে দাঁড়ায়ে প্রথম বলেছিলে ভালবাসি।
আজো সে লতায় ফুল ফোটে হায় তেমনি বাজেগো বাঁশি।


আমার ভূবনে সকলি যে আছে
তুমি নাই শুধু তুমি নাই কাছে
মোর গান হারা স্মৃতির পাপিয়া একা একা মরে ছুঁড়ে।

সোনার মেয়েগো তুমিও কি আজ বসি বাতায়ন পাশে
প্রহর গণিছ ছল ছল চোখে আমারই চিঠির আশে।

প্রথম প্রেমের এই রীতি হায়
নিজে কাঁদে আর প্রিয়েরে কাঁদায়
দূরে যেতে তাই মন নাহি চায়গো, কাছে কাছে মরে ঘুরে।
তুমি আজ কতদূরে?

.          *************************                                                             
সূচিতে    


মিলনসাগর