ও তোর জীবনবীণা আপনি বাজে দুঃখ সুখের দুই তারে, ভাঙাগড়ার নিত্য খেলা জীবন নদীর দুই পারে----- এ জীবনের চলার পথে আনন্দে তুই গান করে যা || কী পেলি তুই কী হারালি হিসাব করে কাজ কি বল্ ? তোর দুঃখব্যথার মিলন কাঁটায় ফুটবে সুখের কমল দল----- কাঁটার ব্যথা আপনি লয়ে ফুলগুলি তোর দান করে যা || দীন দুনিয়ার মালিক যিনি জীবন চলে যার হাতে, এক হাতে তার গরল আছে অমৃত বয় আর হাতে---- আপন হাতে যা দেয় প্রভু তাই নিয়ে তুই পান করে যা ||
আমি আপন করিয়া চাহিনি তবু তুমি তো আপন হয়েছ----- জীবনের পথে ডাকিনি তোমায়, সাথে সাথে তুমি রয়েছ || তুমি কোন্ পথে এলে জানি না মোর জীবনে সেই পথে এলো আমার ফাগুন ভুবনে ----- জানি না কখন কুসুমের মতো আমারে কুড়ায়ে লয়েছ || মোর নীরব বীণাটি প্রাণের পরশে বাজালে আমার আকাশ চাঁদের তিলকে সাজালে | তুমি যা দিয়েছ আমারে রবে লুকানো হৃদয়ের দান যায় না কখনো ফেরানো | শূন্য আমার অঞ্জলি ভরে কত না মাধুরী দিয়েছ ||