কবি প্রণব রায় -এর জন্ম বড়িশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারে। পিতার নাম দেবকুমার রায়চৌধুরী।
ছোটবেলা থেকেই প্রণবের কবিতার প্রতি ভালবাসা জন্মেছিল।
“বিশ্ববন্ধু” পত্রিকায় “কমরেড” নামে একটি কবিতা লিখে কারাবরণ করেন। জেল থেকে বেরিয়ে শুরু করেন
রহস্য-পত্রিকা “রোমাঞ্চ”। ছোট গল্প, কবিতা লিখেছেন “বসুমতী”, “গল্পলহরী”, “পুষ্পপাত্র”, “শিশির” প্রভৃতি
পত্রিকায়।
১৯৩৪ সালে কাজী নজরুল ইসলামের সংস্পর্শে এসে তাঁর গীতিকার জীবনের শুরু।
তিনি বহু “প্রথম”-এর অধিকারী! কমলা ঝরিয়ার প্রথম রেকর্ডের জন্য প্রথম গান “ও বিদেশী বন্ধু” তাঁর
লেখা। ধনঞ্জয় ভট্টাচার্য, মানবেন্দ্র মুখোপাধ্যায়-এর রেকর্ডের প্রথম গান, জগন্ময় মিত্রর গাওয়া প্রথম বাংলা
ব্যালাড “চিঠি” প্রণব রায়েরই লেখা।
যূথিকা রায়ের কণ্ঠে, আধুনিক বাংলা গানের মোড় ঘুরিয়ে দেওয়া “সাঁঝের তারকা আমি” ও “আমি ভোরের
যূথিকা” গান দুটি প্রণব রায়েরই লেখা।
গান লেখেন “পণ্ডিতমশাই” ছবির জন্য কমল দাশগুপ্তের সুরে। ক্রমে বাংলা আধুনিক ও ছায়াছবির গানের
ইতিহাসে অনেক স্মরণীয় ঘটনার সঙ্গে গীতিকার হিসেবে জড়িয়ে গেছে তাঁর নাম।
১৯৪৯ সালে “রাঙামাটি” নামে একটি ছায়াছবিরও তিনি পরিচালনা করেন। কিন্তু প্রায় শেষ পর্যন্ত “রোমাঞ্চ”
পত্রিকার জন্য রহস্য গল্প লিখে গেছেন কবি প্রণব রায়।
আমরা মিলনসাগরে তাঁর শতবর্ষে কবি প্রণব রায়ের কবিতা ও গীত তুলতে পেরে আনন্দিত | আমরা কবির
সম্বন্ধে আরও তথ্য জানতে পারলে এই পাতায় তুলে দেব। সবাইকে আহ্বান করছি যাতে আমাদের কাছে
এই কবি সম্পর্কে আরও তথ্য, ছবি ইত্যাদি পাঠান। আমরা কৃতজ্ঞতা স্বরূপ প্রেরকের নাম ও যোগাযোগের
ঠিকানা এই পাতায় উল্লেখ করবো।
উত্স : সাঁঝের তারকা, আনন্দবাজার পত্রিকা, ১২ সেপ্টেম্বর ২০১১ সংখ্যা।
প্রণব রায়ের মূল পাতা যেতে এখানে ক্লিক করুন এবং
তাঁর রচিত কালজয়ী গান শুনতে নিচের দুটি ওয়েবসাইট-লিঙ্ক ঘুরে আসুন। নীচে দেওয়া লিঙ্ক দুটো কপি
করে আপনার ব্রাওজারের অ্যাড্রেস-বারে পেস্ট করে এনটার করলেই সেই পাতায় চলে যেতে পারবেন। শুধু
এই লিঙ্কে ক্লিক করলেই তা সম্ভব হবে না। সেই ওয়েবসাইটের মালিকরা চান না এই পাতা থেকে তাঁদের এই
দুটি লিঙ্ক থাকুক। তাই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
http://www.raaga.com/channels/bengali/lyricist/Pranab_Roy.html
http://ww.smashits.com/pranab-roy/songs/lyricist-6782-page-1.html
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রকাশ - ২৩.৯.২০১১
...