কবি প্রণবেন্দু দাশগুপ্ত – জন্মগ্রহণ করেন কলকাতায়। তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন মার্কিনী মেরি
অ্যান ব্রাউয়রের সঙ্গে যিনি কবির বেশ কিছু কবিতা ইংরেজীতে অনুবাদ করেন।
তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এম.এ., উত্তর ক্যারলিনা বিশ্ববিদ্যালয় থেকে
ইংরেজীতে এম.এ. এবং মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের থেকে পিএইচ.ডি করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
অধ্যাপনা করেছেন।
তিনি আর্ট-সমালোচক ছিলেন আনন্দবাজার পত্রিকা, স্টেটস্ম্যান, দেশ প্রভৃতি পত্রিকার। সম্পাদনা করেছেন
“অলিন্দ” নামে কবিতার পত্রিকা।
তাঁর রচিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “এক ঋতু” (১৯৫৮), “সদর স্ট্রীটের বারান্দা” (১৯৬৬), “নিজস্ব ঘুড়ির
প্রতি” (১৯৭৫), “শুধু বিচ্ছিন্নতা নয়” (১৯৭৬), “হাওয়া স্পর্শ করো” (১৯৭৭), “মানুষের দিকে” (১৯৭৯), “অন্ধ
প্রাণ, জাগো” (১৯৮৪), “নিঃশব্দ শিকড়” (১৯৮৬), “শ্রেষ্ঠ কবিতা” (১৯৮৭), “এখন গুজব নেই” (১৯৯১), “তিনটি
কাব্যনাটিকা” (১৯৯৩), “চৈত্রে রচিত কবিতা”, “পোপের সমাধি”, “পুরী সিরিজ”, “আবার পুরী সিরিজ”,
“লোচনদাস কারিগর” প্রভৃতি।
আমরা মিলনসাগরে কবি কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে আমাদের এই প্রয়াস
সার্থক মনে করবো।
উত্স : ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
. গুগুল বুক্স
কবি প্রণবেন্দু দাশগুপ্তর মূল পাতায় যেতে এখানে ক্লিক্ করুন।
আমাদের যোগাযোগের ঠিকানা :-
মিলনসাগর
srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২০১২
এই পাতার পরিবর্ধিত সংস্করণ প্রকাশ - ১৪.১১.২০১৩
.