. ১ বল অশ্রু বল তোর জনম কোথায়? সকলে স্বার্থেক শিশু বিস্তীর্ণ ধরায়। . এক বিন্দু কৃপা তরে, . ভ্রমে লোকে এ সংসারে, কৃপা কোথা? নাহি পায় মরে হতাশায় ; একমাত্র স্বার্থহীন দেখি রো তোমায়।
. ২ যেখানে তোমার জন্ম অবশ্য যে লোকে, দয়া মায়া স্নেহ প্রীতি আছে এক দিকে। . অন্য দিকে অভিশাপ, . রোগ শোক মনস্তাপ, ক্রোধ হিংসা দ্বেষ ঈর্ষা না যায় গণনা ; একের সম্পত্তি কিছু নহ অশ্রু কণা?
. ৪ তোমা সম আত্মত্যাগী আছে কোন্ জন? পরের কারণে কর আপন বর্জন। . যদি কোন পতিব্রতা, . স্বামী সনে অনুমৃতা হ’তে যায় অশ্রু তুমি তার সনে যাও ; গিয়ে অশ্রু চিতানলে বেদনা জানাও।
. ৫ অন্যরূপে অশ্রু মোরে দিও দরশন ; যখন পূজিব আমি রাম নারায়ণ। . বহুদিন দিনান্তরে, . যখন যাইব ঘরে, যখন দেখিব পিতামহী পিতামহ ; তখন প্রেমাশ্রু এসে মিল’ চক্ষু সহ।