শকুনির পাশা খেলা চলে
বিবস্ত্রা হবার আগে দ্রৌপদী শাড়ী অন্বেষণে
কুলগুরু শিষ্যসহ পরিক্রমা করে
মথুরার শ্রীকৃষ্ণ যমুনায় কালীয়কে দেখে |
বাক্য নয়, বাদ্য নয় ভক্তির অভাব দেখে
নির্ভীক পুরুষেরা বীর্যহীন কাপুরুষ সেজে
পৃথিবীর গতিচক্রে অভিশাপ দিয়ে
বিপদের কালচক্র আঁকে ||
সমুদ্রের কাছে সমর্পিত আমরা সবাই
ঋতুরাজ বসন্তের নব অভ্যুদয়
আরো কিছু ঝরাপাতা গেলে
সবুজ সকাল নিয়ে শোকবার্তা এসে যাবে
ততক্ষণ চলুক প্রলয় ||

.        ******************     
.                                                                                         
সুচিতে...   


মিলনসাগর
কবি প্রিয়রঞ্জন দাশমুন্সীর কবিতা
*
এত দেরী কেন ?      
প্রিয়রঞ্জন দাশমুন্সী
মৃত্যুর সওদাগর যেন
জীবনের পণ্য বেচে লোকসানে মরে ||
প্রত্যহই জীবনের প্রত্যুষে জয়গান শুনি
প্রত্যহই মৃত্যুর আলপনা সায়াহ্নে দেখি
আমাদের কোলাহলে
মানুষের অস্থির ভালবাসা
গন্ধরাজ সংসারে ধূপের সৌরভ
নিমিত্তের অহংকার
নির্বোধের দরবারে মাথা কুটে মরে
জরা ব্যধি ভাগ্যহত যৌবনের রাখী
পূর্ণিমার আলোতে ম্লান
অনাবৃত অন্ধকার আহ্লাদ করে |
বিদ্রোহের কাল নয়
বিস্ফোরক চেতনার জোরে
কিছুদিন আর ও
দিনবদলের নামে দিনমজুরের সর্বনাশ বাড়ে |

.           ******************     
.                                                                                          
সুচিতে...   


মিলনসাগর
*
অন্ধকার      
প্রিয়রঞ্জন দাশমুন্সী
তাগাদায় স্বামীজির অভিযান বাণী
এইসব হতশ্বাস অবিশ্বাসী বামপন্থী প্রাণী
চল্লিশ দশক থেকে সত্তরের সকাল পর্যন্ত
বন্দী ছিল অন্ধকার আঁতুরের কোণে |
চোখ ফোটা সকাল ছিল আশির দশকে
জিহ্বার স্বাদ এল পঞ্চায়েতী বাণপ্রস্থে নরম মাটিতে |
কানের ভেতর দিয়ে মধুকবি বার্তা গেল
‘নন্দনে’র ‘সদনে’র সানাইয়ের সুরে |
মেধার অস্তিত্ব পেল ভাষা
মিলনসাগর.কম  
জীবনের নতূন স্পন্দনে ক্ষমতার আর্শীবাদ এনেদিল আশা |
এতক্ষণে নেতাজীর তরবারি শাশ্বত
স্বামীজির উষ্ণিষ জাগ্রত
মিলনসাগর   
রামমোহন ব্রাহ্মকথা চিরায়ত
বিদ্যাসাগর থেকে গুরুদেব কথা
‘বুর্জোয়া’ বদনাম ‘তেজোর’ দালাল যতসব
অবশেষে বামপন্থী প্রায়শ্চিত্ত শেষে
লাল লাল শালুর এধারে
একটু একটু করে ভূমি পেল, এতদিন ভূমিহীন থেকে |
সভ্যতায় নিরক্ষর থাকা নয়
মিলনসাগরের কবিতা  
অজ্ঞানের অন্ধকারে মিথ্যা নিয়ে আর বাঁচা নয়
ঘনঘন ‘গণ’ শব্দ করে
কতযুগ পরে শ্যাম বঙ্গ দেশে নিরক্ষর জ্ঞান পেল শেষে |
লাল লাল নিশানের কাছে
তাই দেখি গুরুদেব হাসে ||
পরিশেষে বিষ্ময় লাগে,
তবু শুনি আত্মার গান |
*
অতীত সংলাপ      
প্রিয়রঞ্জন দাশমুন্সী
দেশভাগ, পার্টিশন যুদ্ধের আকাশ |
বারবার ঠিকানা বদল হয় যার
গর্ভগৃহ সিন্ধু আর পদ্মাবক্ষে রেখে
ছুটে আসা মানুষের স্রোত
সোহাগ সিঁদুর শাঁখা রাজার প্রত্যয়ে
তোমারই অর্চনা করে, ধূপের সৌরভে |
কোথা কৃষ্ণ কোথা রাম আজ
কোথা আজ অর্জুনের গান্ডীব ?
অযোধ্যাই সত্য যদি হবে
তবে কেন দরিদ্রের জীর্ণ কুটীরে,
মৃত্যুপথ যাত্রী কোন আর্তের দুয়ারে
চিরকাল রামপূজা হবে ?
তাই বলি শোন-----
“ কবি তব মনোভূমি
রামের জনমস্থান অযোধ্যার,
.            চেয়ে সত্য যেন |”
রামচন্দ্র ভগবান, ডিজেলের রথে তার নয়া অভিযান
সীতাসহ সভ্যতার যত সর্বনাশ
বসুন্ধরা কেঁদে বলে আর কত অশ্রু নেব মর্ত্তের ঘাসে
দাঙ্গার কারখানায় বারুদের দোকানদার হাসে
রাবণের কাল শেষে রাক্ষসের অধ্যায় কি শেষ ?
এইমাত্র রথযাত্রা করে জীবনের রথ ভেঙ্গে অযোধ্যার ঠিকানায়
মসনদে পাশা খেলা চলে |
মিলনসাগর থেকে নেওয়া কবিতা
আমাদের গর্ভগৃহ নিয়তির ইতিহাসে কোথায় হারায়----
শুধু তোমার গর্ভগৃহ লাগি হে রাম
.  
মিলনসাগর সরযূর তীরে কেন সভ্যতার দানরে হাসাই ?

.                     ******************     
.                                                                                         
সুচিতে...   


মিলনসাগর
*
“হে রাম”      
প্রিয়রঞ্জন দাশমুন্সী
প্রলয়ের ঝঞ্ঝা এল আরো জোরে
এখন বুঝি উর্ধ্বশ্বাসে পৃথিবীর আর্তনাদ ওঠে |

.          ******************     
.                                                                               
সুচিতে...   


মিলনসাগর
*
ঝড়      
প্রিয়রঞ্জন দাশমুন্সী
বসন্তের এত দেরী
ভেতরে সবকিছুই
ভাল মানুষের খোঁজ
মুদ্রাস্ফীতির চাপে
সান্ধ্যআইনে মুদ্রা নি
চিল শকুনের সাথে
সংঘবদ্ধ আকাশের
নিঃশ্বাসের ভাগাভা
দাপাদাপি শেষ করে
বাইরে জুঁই ফুলের
শ্রাবণ শেষের বাড়
ভাদ্র পেরিয়ে শরতে
কিছুক্ষণ পালিয়ে গে
ভূকম্পনে হেমন্তের
বিজ্ঞানের ঘরে বিজ্ঞা
সূর্যের শিহরণ কিছু
অযোধ্যায় সূর্যোদয়
ইন্দ্রপ্রস্থ, সূতানটী পা
অন্ধকার জীবনের
দীর্ঘ সহবাস হল, এ
ঠিকানা দূর্বোধ্য, আ
তবুও বৈশাখের দৃ
অস্বীকার করতে পা
ফ্রিস্কুল স্ট্রীট থেকে
বিদ্রূপ করে ডাকে,
দুর্বাসার দুর্দান্ত অ
জারজ সভ্যতার ম
কোনো কোনো সূর্য
কলঙ্কের বোঝা জমা
চার্বাকের নির্বাক অ
সুত্রধর শুরু করে অ
আলাপে প্রলাপে সে
নিশিপালন
ন্দে দারুণ মন্থন |
ঢাকা এক পাশে
তুক আলোড়ন
ছটফট করা চোখ

.        ******************     
.                                                                                        
সুচিতে...   


মিলনসাগর
তন্ত্রে জতুগৃহ দাহ হল আজ |
অভিজাত ঘরে