প্রহর
কবি প্রকাশ কর্মকার
কবিতীর্থ পত্রিকা, সেপ্টেম্বর ১৯৯২

অনেক ছুঁয়েছো তুমি পুরুষের পুরুষ্টু শিকড়
কামনার সমুদ্রে, গ্রীবায়

হে প্রেম
বড় কাঙাল করে দাও মন্থনে,
চারিদিক নিকিয়ে উঠোন
ছায়া পড়ে থাকে

তখন প্রহর শুনি শুধু
আজীবন।

.   ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
কবি প্রকাশ কর্মকার-এর কবিতা
*
নারী
কবি প্রকাশ কর্মকার
কবিতীর্থ পত্রিকা, সেপ্টেম্বর ১৯৯৫

আলো হয়ে আছো ওই কাঞ্চনের স্তূপে
সারাটা দিন আমি
তোমার গহ্বর থেকে ছেঁচেছি জৌলুশ।

দেখে যাও
ওষ্ঠেতে কত বিষ, অত চুলে আজ
কি ভীষণ রয়েছে ঝড়
ভুণ্ডুল হল দিন।

এখন আয়নায়
দাঁড়ালেই বিখণ্ড হবে অজস্র ছায়ায়
ছুঁলেই দেখাবো চাঁদ ওই গহ্বরে
যেখানে গতর নিকেল হয়ে আছে
চমকে চমকে

.   ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*
ভর
কবি প্রকাশ কর্মকার
কবিতীর্থ পত্রিকা, সেপ্টেম্বর ১৯৯৬ থেকে

বাদামী পাহাড়ে যাব
ভর হয়েছে আমাদের,
অহরহ হ্যামোকের
পতাকার পত্ পত্ হাওয়ায়, ঝড়ের ব্রত আমাদের
ধমনীতে মেঘেতে যাওয়ার ব্যস্ততায়

ওখানে প্রতিদিন গন্ধ
দাবানল খাঁদে ডাকে
ধূলিকণা আলো করে নিয়ে যায় চূড়ায় তখন
অদৃশ্য কঙ্কালের নাচ দেখব সবাই

এই লনে
ভাঙা চেয়ারে বসে তুমি গেয়েছিলে গান
অতীতের প্রকট দাগে দ্যাখো
ফলন্ত নারী শুয়ে আবছায়ায়---
শেষ নিঃশ্বাসে মূর্ত।

প্রতীকীর আসবাবে শোয়া প্রবল বিসর্জন
ক্রমশ নির্বাসনে যায় হারিয়ে
তবু যাব বাদামী পাহাড়ে

.  
    ******************     
.                                                                              
সূচিতে . . .   


মিলনসাগর
*