এই গৃহ এই পুষ্পবীথি যারে ঘেরি একদিন তোমার কল্পনা গড়েছিল ইমারত দীপ্তি গরিমার, উত্তপ্ত কামনা তব যার প্রতি ধূলির কণায় জীবন্ত করিয়াছিল তব মুহূর্তেরে। যে বাসনা মনে ছিল পুরিল না অবসন্ন প্রাণ গেল চলে ছায়া ফেলে অঙ্গনে প্রাঙ্গণে।
আজ খুঁড়বো মাটি তুলবো সোনা, শুনবো না আর কারো মানা, চষলে মাটি ফলবে দানা, এ যে অন্নপূর্ণার কল্। তবে ভাবনা কিসের বল্, চলরে সবাই চল্, কোটি কোমর বেঁধে চল্। মাটিতে আছে সোনার খনি, বাহুতে আছে বল! তবে ভাবনা কিসের বল্, চল্ রে সবাই চল্, কোটি কোমর বেঁধে চল্।