কবি পুলক বন্দ্যোপাধ্যায়ের গান
*
কথা - পুলক বন্দ্যোপাধ্যায়, সুর - রতু মুখোপাধ্যায়,
শিল্পী - সুমন কল্যাণপুর

মনে কর আমি নেই বসন্ত এসে গেছে
কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে
শুক্লাতিথির ওই ছায়াপথে চলছে নতুন রথ মায়া রাতে
তুমি অবাক চোখে চেয়ে দেখ নাকি,
ভাবছ ভাল কি বেসে গেছ, কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে ||
যেন মনে লাগে দোলা যে, দোলা লাগে বিনা কারণে,
শুধু মনে কর আমি নেই |
হঠাৎ খুশীর ওই রঙের পাখী হাওয়ায় মেশে তার ডাকাডাকি
তুমি সেই বাদলে ভরো আপন মনে,
এমন হাসি কে দেখে গেছে, কৃষ্ণচূড়ার ------- গেছে ||

.              *************************      
.                                                                                               
সূচিতে    


মিলনসাগর
*
কথা - পুলক বন্দ্যোপাধ্যায়, সুর - রতু মুখোপাধ্যায়,
শিল্পী - মুকেশ

ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না
হারানো স্বপন চোখে এঁকো না  |
ঝরা মালা বুকে তুলে নিয়ে, স্মৃতির সুরভী ঢেলে দিয়ে
ফাগুনের মালা মনে রেখোনা, হারানো স্বপন চোখে এঁকোনা ||
আবার মাধবীলতা বাতাসে চেয়োনা ওগো দোলাতে
যে ব্যথা নিয়েছি মেনে অকারণে এসো না তা ভোলাতে |
যে আশা হয়েছে ওগো মিছে শুধু আলেয়ার পিছে পিছে
সমব্যথা দিয়ে তারে ডেকো না, হারানো স্বপন চোখে এঁকো না  ||

.                     *************************      
.                                                                                               
সূচিতে    


মিলনসাগর
*
কথা - পুলক বন্দ্যোপাধ্যায়, সুর- প্রশান্ত ভট্টাচার্য,
শিল্পী - তরুণ বন্দ্যোপাধ্যায়

আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে
আল দিয়ে কে গেছে কোথায় জানি না,
সবুজ ধানে শীষ যে ক’টি ঝরেছে,
শিস্ দিয়ে কোন ময়না কি গায় জানি না |
সারস পাখির শঙ্খবরণ পাখাতে
কে এলো আঁকা রোদের সোনা মাখাতে,
গাঙ্ শালিখের দলকে পাগল করেছে,
সে কার মরমের গোপন কথায় জানি না |
জানি না উথলে ওঠা ঝিলের জলে কে দিল ঢেউ,
শুধু জানি এই দেশেতে মনের মত এসেছে কেউ |
সময় ভুলে ফুটলো কলি অকালে
বটের ছায়া নামলো বুঝি সকালে,
যার মিতালীর স্বপ্নে হৃদয় ভরেছে,
যার রূপটি কেমন আর নামটি কি হয় জানি না |

.             *************************      
.                                                                                               
সূচিতে    


মিলনসাগর
*
কথা - পুলক বন্দ্যোপাধ্যায়, সুর - মান্না দে,
শিল্পী - তরুণ বন্দ্যোপাধ্যায়

আমার মনকে নিয়েই আমার যত ভাবনা
যেই না কারো কালো চোখে একটু আলো জ্বলতে দেখে,
ভোর হয়েছে ধরে নিয়ে অমনি মেলে পাখনা |
একটু নতুন ছন্দ পাবে, অমনি সে যে পথ হয়ে তার সঙ্গে যাবে |
স্বরলিপি করে তাকে বলবে হৃদয় গাক্ না |
আমার মন যে আমার মন বোঝে না তাই তো আমার ভয়,
আমি বোঝাই তাকে যা পেয়েছে সে কি অনেক নয় |
বুকের মাঝে সুখের বাসা দিলাম তাকে যতন করে,
সে তবু এক ভালবাসার বায়না ধরে---
কেবল বলে--- যা পেয়েছি কেউ তা নিয়ে থাক না ||

.             *************************      
.                                                                                               
সূচিতে    


মিলনসাগর
*
কথা - পুলক বন্দ্যোপাধ্যায়
শিল্পী -তরুণ বন্দ্যোপাধ্যায়

সেই মেয়েটি নয়নে দু’টি কাজল পরেছে
তার সে কালো চোখের আলোয় ভুবন ভরেছে
মুখে তার মিষ্টি হাসি সে যে সর্বনাশী
তবুও মনে মনে আমি তারেই ভালোবাসি
পথে যেতে অনুরাগে যদি তাঁর ছোঁয়া লাগে
তাইতো যাওয়া-আসা পথেই পথে ফিরে আসি
তবুও মনে মনে আমি তারেই ভালোবাসি
সেই মেয়ে তার নামটি ধরে বলবো কোনদিন এমনি করে
ভালো যদি বেসেই থাক দূরে দূরে কেন রাখ |
আমি অথৈ সাগর জলের ঢেউয়ে ঢেউয়ে ভাসি
তবুও মনে মনে তারেই ভালোবাসি ||

.          *************************      
.                                                                                               
সূচিতে    


মিলনসাগর
*
কথা - পুলক বন্দ্যোপাধ্যায়
শিল্পী - তরুণ বন্দ্যোপাধ্যায়

মধুমতী যায় বয়ে যায় রে
কবির তুলিতে আঁকা, স্নেহ মমতা মাখা
আপনার মনেতে বয়ে যায় |
মধুমতী যায় বয়ে য়ায়
শ্যামলী নদীর তীরে, সন্ধ্যা নামে ধীরে ||
ঘরে ঘরে দীপ জ্বলে ছায়া দোলে পলে পলে
চাঁদ হাসে মধু জোছনায়, মধুমতী যায় বয়ে যায়
কত প্রেমিক প্রেমিকা আসে নীরঞ্জন
ঐ কুলে, মিশায়ে গেছে আঁখিজল |
তাই আলোতে ছায়াতে দুলি,
ছোট ছোট ঢেউ তুলি, বেদনায় করে টল্ মল্  |
মধুর করে তোলে , চুপি চুপি দোলে তালে  ||
ফেলে আসা সেই তিথি, দিবানিশি সাগরে মিলায় |
মধুমতী যায় বয়ে যায় |

.          *************************      
.                                                                                               
সূচিতে    


মিলনসাগর
*
কথা -পুলক বন্দ্যোপাধ্যায়,
সুর - বিনোদ চট্টোপাধ্যায়, শিল্পী - গীতা দত্ত

শুধু একবার বলে যাও যদি তুমি চলে যাও,
কোন্ আশা বুকে নিয়ে থাকবো --
আমি স্বপ্নের কোন্ ছবি আঁকবো |
শুধু একবার বলে যাও---
একা একা বিরহের ও আঁধারে
কোন তারা আলো দেবে আমারে
হাসি দিয়ে কতো ব্যথা ঢাকবো,
শুধু একবার বলে যাও---
বালুচরে থেমে যাওয়া তরণী,
কোনখানে ভেসেছিল কোন্ তরী এসেছিল
লিখে যাব কত সেই স্মরণী,  
বালুচরে থেমে যাওয়া তরণী
এই মন স্বপ্ন যে বইবে,
এই কথা কেগো মোরে কইবে
এত সুর কোন্ গানে বাঁধবো,
শুধু একবার বলে যাও---

.       *************************      
.                                                                                               
সূচিতে    


মিলনসাগর
*
কথা -পুলক বন্দ্যোপাধ্যায়
সুর - কানু ঘোষ, শিল্পী - গীতা দত্ত

কবে কোন্ তারা জ্বলা রাতের ছায়ায়,
ঘুমভাঙা নামহারা ফুলের মায়ায়
আমরা দু’জনে এসেছি, দু’জনারে ভালোবেসেছি
কবে কোন তারা---
আধফোটা মল্লিকা লতা, শুনে গেছে দু’জনার কথা
পল্লবে মৌসুমী যেমন হাসে তারই অনুরাগে হেসেছি,
কবে কোন তারা--
পাখীরা যেমন করে পালক ঝরায়,
দিনগুলি তারি মতো ঝরেছে হাওয়ায়
কুলভাঙা সাগরের গানে,
অজানারে ছুঁয়ে গেছি প্রাণে
পালতোলা ঢেউতোলা নদী কতো তারই কলতানে ভেসেছি |
কবে কোন তারা---

.       *************************      
.                                                                                               
সূচিতে    


মিলনসাগর
*
কথা -পুলক বন্দ্যোপাধ্যায়
সুর - কানু ঘোষ, শিল্পী - গীতা দত্ত

সোনায় ঢেকে অঙ্গ কেন এতো রঙ্গ করিস্ এই ধরায়
দু’দিনের সঙ্গ সখী ঠিকানা নাই বাঁচা মরার ,
সোনায় ঢেকে --
কানে সোনা দিলে পরে অনেক কথা যায় না শোনা
সোনা কানে পরার চেয়েও দামী কথা কানে শোনা
জানা শোনা কথিত যে বাসনা তখন হৃদয় ভরায় |  
সোনায় ঢেকে --
পূবের মেঘে সূর্য্য যখন আকাশেতে সোনা ঝরায়
সোনার চেয়েও দানী চোখের অশ্রু তখন মুক্তা ঝরায়
তারই মালা গেঁথে চোখে কে বলো আজ গলে পরায় |   
সোনায় ঢেকে---

.               *************************      
.                                                                                               
সূচিতে    


মিলনসাগর
*
কথা -পুলক বন্দ্যোপাধ্যায়,
সুর - হেমন্ত মুখোপাধ্যায়, শিল্পী - শিপ্রা বসু

আমার ক’বার মরণ হবে বলো,
যেদিন এসেছো তুমি, মরণ তো সেদিনেই হলো ||
আসুক না বরষা, উঠুক ঘূর্ণী ঢেউ, বাঁধ ভাঙা নদীতীরে----
না থাক অন্য কেউ, তুমি যদি তাক চির সাথী করে নিয়ে চলো ||
দুঃখ ভাবছো যাকে সে আমার বড় সুখ,
তোমাকে পেয়েই জেনো -- আনন্দে ভরে বুক,
এসো কাছে এসো আমার অশ্রু মুছে ফ্যালো ||

.            *************************      
.                                                                                               
সূচিতে    


মিলনসাগর