কবি প্যারিচাঁদ মিত্র-র গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
.        রামকেলি---কাওয়ালি


ত্রাণ করো পরমেশ্বর, ওহে বিশ্বেশ্বর |
ভবের ভৌতিক ভাব ভবিয়া হই কাতর ||
দয়া করো মোর প্রতি, আমি অতি মূঢ়মতি,
করজোড়ে করি স্তুতি, সদা পাপে জরো জরো |
মন সদা উচাটন, বিষয়েতে সদা মন,
তুমি হে অমূল্য ধন, সারাত্সার পরাত্পর ||

.             ****************                                                            
উপরে   


মিলনসাগর
*
.        ঝিঁঝিট---আড়া


বৃথা গেল রে জীবন |
কী বলিব জিজ্ঞাসিলে জীবনের জীবন ||
পেয়ে বুদ্ধি বল অর্থ, করিলাম অনর্থ,
বল বুদ্ধি গেল ব্যর্থ, গেল সব ধন |
ইন্দ্রিয় সুখেতে কাল, গেল মোর সব কাল,
অবশেষে হল কাল, কাল দরশন ||
না হইল পরহিত, যা হইল অনুচিত,
পাইব হে সমুচিত, দহে মম মন |
নাহি কিছু সম্বল, ধ্বংস হল বুদ্ধিবল,
কী করি এখন বল নিকট নিধন |
খেদ সম্বরহ নর, ভাবো সেই পরোত্পর,
অপার করুণা তাঁর দারিদ্র ভঞ্জন ||

.            ****************                                                              
উপরে   


মিলনসাগর
*
.        ঝিঁঝিট---আড়া


তব অর্চনার কী ফল |
মন শান্ত হয় আর বাড়ে ধর্মবল |
ত্রাসিত তাপিত মন, সুখী না হয় কখনো,
লইলে তব শরণ, আনন্দ বিমল |
শোকেতে মোহিত জীব, তব ধ্যানে সজীব,
চিত্তের সান্ত্বনা শিব, তোমাতে কেবল ||
মানবের যত ক্লেশ, তুমি হে করহ শেষ,
কৃপা করো কৃপাশেষ, দেহ কৃপাবল |
পাপেতে পতিত অতি, অগতির তুমি গতি,
কী হইবে মম গতি, ভাবিয়া বিহ্বল ||
তব প্রেমে এ নয়ন, যেন করে বরিষণ,
ভক্তি অশ্রু নিরঞ্জন নিষ্পাপ নির্মল ||

.            ****************                                                              
উপরে   


মিলনসাগর
*
.        ঝিঁঝিট---আড়া


বিপদ কে বলে বিপদ |
বুঝিলে বিপদ নহে প্রকৃত সম্পদ ||
তুমি হো প্রেম-আধার, প্রেম করহ বিস্তার,
চরমে হবে নিস্তার, এজন্য বিপদ |
কত রাগ কত দ্বেষ, অহংকার অশেষ,
পাপের দারুণ ক্লেশ, বাড়ায় সম্পদ ||
বিপদ-ঔষধি ধন, মন করো সংশোধন,
করিয়া পাপ নিধন, দেয় নিরাপদ |
তুমি হে মঙ্গলায়ন, এ পামরে করো ত্রাণ,
বিপদে সম্পদে যেন ভাবি ওই পদ ||

.            ****************                                                              
উপরে   


মিলনসাগর
*
বেহাগ---আড়া


দেখি ঘোর অন্ধকার |
তরজে গরজে তব মেঘ বারংবার ||
পাপ প্রচণ্ড পবন,                        ছিন্ন ভিন্ন করে মন,
মত্ততা তড়িতে বাড়ে কুমতি-বিকার |
অহংকার বজ্রশব্দ,                        নম্রতা হইছে স্তব্ধ,
শিহরে শুদ্ধতা ভয়ে হইয়া অসার ||
কত কুসঙ্গ-তরঙ্গ,                        উঠিছে যেন মাতঙ্গ,
এ আতঙ্ক কবে ভঙ্গ ভরসা আমার |
বিপদের নাহি পার,                        কেমনে হইবো পার,
তোমার কৃপা অপার তুমি কর্ণধার ||

.                                                 ****************                                       
উপরে   


মিলনসাগর
*
.        ললিত---আড়া


করো স্তব নর সব করো তাঁর সংকীর্তন |
সেই নামে পরিণামে জুড়াইবে এ জীবন ||
সমীরণ মন্দ মন্দ, বহে হয়ে সানন্দ,
বিকশিত পুষ্পগন্ধ, করে বিতরণ ||
বন-উপবন শোভা, মিলিত অরুণ-আভা,
কী আশ্চর্য মনোলোভা, নয়ন-রঞ্জন |
ডাকে নানা পক্ষিগণ, কত স্বর আলাপন,
যোগীর ধ্যান-ভঞ্জন, শ্রবণ-মোহন ||
আকাশের রম্য দৃষ্টি, প্রেমে পুলকিত সৃষ্টি,
দেখি এত প্রেমে বৃষ্টি, স্থির কী কারণ |
উঠো উঠো সব নর, করপুটে স্তব করো,
সেবিলে সে বিশ্বাধার, সুখেতে মরণ ||

.           ****************                                                                      
উপরে   


মিলনসাগর
*
.        বাড়োয়াঁ---ঠুংরি


.        ওহে কেন অচেতন |
জান না কী কালান্তরে লোকান্তরে গমন ||
কেন অলস বিলাস, কেন লালস অভ্যাস,
কেন নিশ্বাস বিশ্বাস, প্রকাশো সার চিন্তন ||
কেন হে ভৌতিকামোদ, কেন মদে গদগদ,
কেন ত্যজ সারাস্বাদ, সর্বশান্তি ব্রহ্মজ্ঞান |
কেন বাহ্য আড়ম্বর, কেন অসারে তত্পর,
কেন সেই পরাত্পর, না করো হৃদয়ে ধ্যান ||

.           ****************                                                                      
উপরে   


মিলনসাগর
*
.        খাম্বাজ---মধ্যমান


আর কেন হও বিমোহিত, মদে পতিত |
কাল কাল না দেখিবে করো যা উচিত ||
মুখেতে বলো ঈশ্বর, যদিও এ শুভঙ্কর,
কেবল এই রবে, না হইবে রক্ষিত ||
কী করিবে দারাপুত্র, চিত্তকর্ম মূলসূত্র,
চিত্তের সরল গুণে তরিবে নিশ্চিত |
অকপট ভক্তি করো, ত্যজো বাহ্য আড়ম্বর,
ইহাতে তাহার প্রীত, এই হে বিহিত ||

.           ****************                                                                      
উপরে   


মিলনসাগর
*
মুলতান---আড়া


সুখ-ধামে যাবে যদি করো আয়োজন |
ভক্তি কাণ্ডারি হইলে অভ্রান্তে গমন ||
ভক্তি কভু নহে বাম,                        মনোনেত্রে অবিরাম,
এইখানে সেই ধাম, করাইবে প্রদর্শন |
ভক্তির করহ যুক্তি,                        ভক্তির অপার শক্তি,
ভক্তিতেই পাইবে মুক্তি, এই স্থির করো মন ||


.                                          ****************                                  
উপরে   


মিলনসাগর
*
আড়ানাবাহার---মধ্যমান


মন্ জেল্ মদ্ জেল্ চলে চলো ভাই |
মনে করো না আগে মন্ জেল নাই ||
যত মন্ জেল্ যাবে,                        দুখ বিগত হইবে,
সুখাকাশ প্রকাশিবে, দিবারাত্র নাই |
ছাড়িলে পার্থিব ভাব,                        ঘুচিবে সব অভাব,
ভব ভাবাতীত ভাব বাড়িবে সদাই ||


.                                          ****************                                  
উপরে   


মিলনসাগর
*