কবি প্যারিচাঁদ মিত্র-র গান যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
বেহাগ---আড়া দেখি ঘোর অন্ধকার | তরজে গরজে তব মেঘ বারংবার || পাপ প্রচণ্ড পবন, ছিন্ন ভিন্ন করে মন, মত্ততা তড়িতে বাড়ে কুমতি-বিকার | অহংকার বজ্রশব্দ, নম্রতা হইছে স্তব্ধ, শিহরে শুদ্ধতা ভয়ে হইয়া অসার || কত কুসঙ্গ-তরঙ্গ, উঠিছে যেন মাতঙ্গ, এ আতঙ্ক কবে ভঙ্গ ভরসা আমার | বিপদের নাহি পার, কেমনে হইবো পার, তোমার কৃপা অপার তুমি কর্ণধার || . **************** উপরে মিলনসাগর |
মুলতান---আড়া সুখ-ধামে যাবে যদি করো আয়োজন | ভক্তি কাণ্ডারি হইলে অভ্রান্তে গমন || ভক্তি কভু নহে বাম, মনোনেত্রে অবিরাম, এইখানে সেই ধাম, করাইবে প্রদর্শন | ভক্তির করহ যুক্তি, ভক্তির অপার শক্তি, ভক্তিতেই পাইবে মুক্তি, এই স্থির করো মন || . **************** উপরে মিলনসাগর |