জননীর ব্যথা
কবি রাবেয়া খাতুন
( নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত দামিনী কাব্য সংকলন থেকে নেওয়া )

আমার কোলের ’পরে আসিলে মাণিক সোনা
.        স্বরগের শিশু যাদুকর,
ছিল বুকে কত আশা কত যে গো স্নেহ সুখ
.        সাধ ছিল মনে অগোচর ;---
তোমার চাঁদের মুখে দেখিব ফুলের হাসি
.        শুনিব সে আধ আধ ধ্বনি
সোহাগ করিব যাদু আদরে ধরিয়া বুকে
.        রচি হেথা স্বপনের খনি।
ক্ষণিকের দেখা দিয়ে চ’লে গেলে সোনাধন
.        মরীচিকা মিলাইয়া যায়
চোখে ঝরে জলধাকা গলিত অনল পারা
.        মরুভূমি কাংদে বেদনায় ;---
ধরণী খুঁজিয়া আর পাইনা তোমার দেখা
.        সন্ধান কেহ নাহি জানে
বিধাতা নিয়েছে হায় দিয়ে মোরে দিলে নাকো
.        কি দিয়ে যে বুঝাইব প্রাণে।
তোমারে করিনি বাপ অবহেলা কোনো দিন
.        কোনোদিন কভু অনাদর
তবে কেন গেলে চলি ছাড়িয়া এ দুখিনীরে
.        আঁধারেতে ভরিয়া এ ঘর।
আবার আসিও যাদু--- আশায় বসিয়া আছি
.        জননীরে থাকিও না ভুলে।
চাঁদমুখে চুমো খেয়ে সোহাগ আদর দিয়ে
.        পুনরায় বুকে নেব তুলে।

.            ******************       
.                                                                             
সূচিতে . . .   


মিলনসাগর
কবি রাবেয়া খাতুন-এর কবিতা
*