সবাই আমায় কালা-কালা বলে ডাকে আমায় মা কবি রাধাকান্ত মণ্ডল নিউ দিল্লী, তারিখ : ২২.০৯.২০১৫
সবাই আমায় কালা-কালা বলে ডাকে আমায় মা
কেন সবাই আমায় কালো বলে মা কেন কালা - কালা বলে; সবাই খ্যাপায় আমায় মা আমি কালো বলে; তুমি সযত্নে সাজাও - আমায় মা কেন বেঁধে কেশ আমার - ময়ুর পাখা দিয়ে সাজাও তুমি আমায় মা, মোর গলে ধড়া আর পিতাম্বর বস্ত্র পরিয়ে মোরে কেন সাজাও, কেন কহ মোর কানে - কানে বাজাইতে বাঁশি তুমি আমায় মা ….
কেন আমার বংশী - বাদন শুনে সবাই মোহিত হয় মা কেন আমার বংশীর ধুনে পেখম তুলে ময়ুর নৃত্য করে মা কেন সুক-সারি ডালে গান গাহে মা কেন বায়ু স্তব্ধ হয়ে যায় আর বৃক্ষ হতে কুসুম – আপনি ঝরে মা কেন গোধুলি হলে গাভী সকল আপনি গোয়ালে ফেরে মা কেন সবাই আমায় কালো বলে মা কেন সবাই রাখাল - কালো গোপাল বলে ডাকে আমায় মা কেন কালা - কালা বলে; সবাই খ্যাপায় আমায় মা – 2
সবাই কেন ননী চোরা – মাখন চোরা বলে আমায় মা দুধ - মাখন তো গাভী দেয় আমাদের মা দেখো ! গাভী তো কোনো নালিশ করেনা তবে মাখন-চোরা ওরা আমায় কেন বলে মা, দেখো মা গাভীর দুধ তো তার বাছুরের জন্য ওরা সবাই গাভীর দুধ করে চুরি - তাই মা আমি চোরের উপর করি বাটপারি বলো আমি কি কোনো অন্যায় করি মা তবে ওরা কেন মাখন-চোরা বলে আমায় মা ওরা আমার নামে তোমার কাছে মিছা নালিশ করে মা – 2 ওরা সবাই আমায় কালো বলে মা ওরা সবাই কালা - কালা বলে খ্যাপায় আমায় মা তুমি এর বিচার করো মা তুমি আমার নালিশ শোনো মা ওরা সবাই - আমায় কালো বলে মা |
আমি এক রাত জাগা পাখী কবি রাধাকান্ত মন্ডল নিউ দিল্লী, তারিখ : ১০.০৯.২০১৫
আমি এক রাত জাগা পাখী এ ভুবন মাঝারে - আমি একাকী কাহার তরে - আমি জেগে থাকি কাহার কথা - আমি শুধু ভাবি কাহার ছবি হৃদয়ে আমি আঁকি কে যায় অহেলায় শুন্য হৃদয়ে মোর ঝাঁকি আমি এক রাত জাগা পাখী কেন আমি রাত জেগে থাকি কাহার কথা - আমি শুধু ভাবি কাহার ছবি হৃদয়ে আমি আঁকি আমি এক রাত জাগা পাখী …..
হাঁসে চাঁদ নীল আকাশ মাঝে সেথা দেখি আমি মুখ খানি কাহার বুঝি সে আমার প্রিয়তমা হাত ছানি দিয়ে সে ডাকিছে আমায় ভাবি আমি অকারণে বসে মোর গৃহ কোনে আমি কহি কত কথা - সহিত তাহার আমি এক রাত জাগা পাখী জেগে রাত আমি একাকী - ভাবি শুধু আমি কথা কাহার আমি ভাবি শুধু কথা কাহার ……..
আমি এক রাত জাগা পাখী জেগে রাত আমি একাকী …….. কেন আমি শুধু তোমার কথা লিখি মোর প্রতি গানে - গানে বসন্তের আগমনে আপন অন্তর্মনে প্রেম-অনুরাগ ভরা এক-খানি পাতি তোমা লিখি হে মোর প্রিয়তমা করিও মোহে ক্ষমা যদি কোনো অবান্তর তোমা আমি কহে থাকি …….
আমি এক রাত জাগা পাখী ভাবি আমি কত কিছু একাকী ভাবি প্রেম কেন এত সুন্দর হয় কেন প্রেমে মন মেতে রয় দিবস রাতি, আমি ভাবি শুধু তোমার কথা একাকী আমি এক রাত জাগা পাখী ……. আমি এক রাত জাগা পাখী …….
তোমার প্রেমে কবি রাধাকান্ত মণ্ডল নিউ দিল্লী, তারিখ : ১০.০৭.২০১৫
তুমি কেন করলে চুরি আমার মনটাকে তুমি কেন কেড়ে নিলে আমার হৃদয়টাকে পারিনা বোঝাতে আমি আমার অবোঝ মনটাকে
হে আমার প্রিয়তমা ! এখন আমি কি করি বলো - ২
তোমার আমি স্বপ্ন দেখি দিনে-রাতে যেখানে যাইনা কেন হে প্রিযে তুমি থাকো আমার সাথে এখন আমার দিন কাটে শুধু তোমার চিন্তাতে
হে আমার প্রিয়তমা এখন আমি কি করি বলো - ২
কখন ইচ্ছে করে তোমায় একটা মিস কল দিতে কখন ইচ্ছে করে তোমার মনের হাল জানতে কখন ইচ্ছে করে, আমি কল করে তোমায় বলি হ্যালো, তুমি যে আমার প্রিয়তমা, আমার মতো তুমি কি আমায় ভালবাস বলো হে আমার প্রিয়তমা ! তুমি কি আমায় ভালবাস বলো…..
হে আমার প্রিয়তমা এখন আমি কি করি বলো - ২
সেদিন কোথায় যেন একটি গান শুনেছিলাম প্রেম করা নাকি শুধু সময় নষ্ট করা হে আমার প্রিয়তমা! তুমি কি এমন ভাবো বলো তোমার সাথে প্রেম করে আমি কি সময় নষ্ট করছি বলো
হে আমার প্রিয়তমা এখন আমি কি করি বলো - ২
হে প্রিয়তমা! তোমায় আমি, আজ আমার মনের কথা খুলে বললাম ভালবাসি তোমায় আমি তোমার প্রতি উত্তরের অপেক্ষায় রহিলাম আমি, তোমার প্রতি উত্তরের অপেক্ষায় রহিলাম …
রাধা নামে মন মতিল মোর কবি রাধাকান্ত মণ্ডল নিউ দিল্লী, তারিখ : ১৯.০৯.২০১৫
ওরে - রাধা নামে কেনো - মন মজিল মোর ….. ওরে - কেনো আমি - রহি মেতে ও নামে - জীবন ভোর …. ওরে - কেনো মুখ খানি – তাহার ….. সদাই ভাসে - মনে – আমার ওরে - কেনো সে আমায় এত - ভালবাসে কেনো সে আমায় - দেখে মৃদু-মৃদু হাসে ওরে কেনো সে - আমায় এত - ভালবাসে কেনো আমি রহি মেতে ও নামে - জীবন ভোর ওরে রাধা নামে কেনো মজিল - মন মোর … ওরে রাধা নামে কেনো মজিল - মন মোর …. ওরে কেনো আমি - বাজাই বাঁশি সদা রাধা - রাধা নামে ওরে কেনো সদা - মন আমার রহে মেতে - রাধা নামে কেনো মজিল - মন মোর রাধার - প্রেমে ওরে কেনো মজিল - মন মোর রাধার প্রেমে |
ওরে রাধা - নামটি আমি যতনে - রাখিয়াছি লিখিয়া আপন - হৃদ মাঝারে ওরে - আমি যেথা নয়ন মেলিয়া দেখি দেখি সেথা শুধু মোর - সখীরে ওরে দেখি সেথা শুধু মোর - সখীরে ….. মোর প্যারী রাধারানীরে - 2 ওরে সে যে ভালবাসে আমায় …… আমি ভালবাসি যে তাহারে ……. আমি ভালবাসি যে তাহারে .. ওরে রাধা নামটি আমি ……. যতনে - রাখিয়াছি লিখিয়া …. আপন হৃদ মাঝারে আপন হৃদ মাঝারে ওরে সে যে ভালবাসে আমায় আমি ভালবাসি যে তাহারে আমি ভালবাসি যে তাহারে ………
ওরে - রাধা নামে কেনো মজিল মন - মোর ওরে - কেনো আমি - রহি মেতে ও নামে - জীবন ভোর…… ওরে - কেনো মুখ খানি - তাহার সদাই ভাসে - মনে আমার ওরে কেনো সে - আমায় এত - ভালবাসে কেনো সে - আমায় এত - ভালবাসে ….. ওরে - রাধা নামে কেনো মজিল মন - মোর ওরে কেনো আমি - রহি মেতে ও নামে - জীবন ভোর……
না - না আমি যাব না কো ঐ লাল মাটির দেশ কবি রাধাকান্ত মণ্ডল নিউ দিল্লী, তারিখ : ৭.১০.২০১৫
না - না আমি যাব না কো ঐ লাল মাটির দেশ হেথায় আমি আছি বেশ দিকে দিকে আমি মহুয়ার গন্ধ ছড়াবো সবারে আমি মাতাল করবো না - না আমি যাব না কো ঐ লাল মাটির দেশ রে হেথায় আমি আছি বেশ রে ……
শোন ! হেথায় আছে মোর কতেক বান্ধবী আছে দু - এক জনা তার মাঝে কবি মোরে কয় সে, হেথায় মোরে মানাইছে না একেবারে মানাইছে না |
না - না আমি যাব না কো ঐ লাল মাটির দেশ হেথায় আমি আছি বেশ ……
ওরে ! কত রসিক আমার ছায়ায় বসে মহুয়া ফল খেয়ে দিল খুলে হাসে লেখে কত গান ঈশ্বর ভক্তি-রসে মোর দিন কেটে যায় সে গান শুনে – সে গান শুনে রে, ওরে ! হেথায় জনম নিয়ে জীবন আমার সফল হলো হরি - নাম শুনে রে – ২
ওরে ! হেথায় আমি আছি বেশ না - না আমি যাব না কো ঐ লাল মাটির দেশ রে … আমি যাব না কো ঐ লাল মাটির দেশ রে …
ওরে ! তোরে শুধাই আমি আয় না দুজনে মিলে বসে এই মহুয়া গাছের তলে করি ঈশ্বর বন্দনা করি ঈশ্বর ভজনা, রচি নিত্য নতুন রচনা আমায় তুই সত-পথ দেখা না - 2
বাড়ী ফেরা কবি রাধাকান্ত মণ্ডল নিউ দিল্লী, ২০.০২.২০১২
ও মাঝি তোমার নৌকাখানি . ভাসাও জলে মায়ের কথা পড়ল মনে . পৌষের এ সকালে, পিঠে-পুলি খাব কত . মায়ের হাতে গড়া নলেন গুড়ের পায়েস যন . মাতৃস্নেহে ভরা। ও মাঝি তোমার ঐ নৌকাখানি . ভাসাও জলে ... মায়ের কথা পড়ল মনে . পৌষের এ শেষে আঁখিভরা জল নিয়ে . ফিরছি আমি দেশে। আমি মাটির দেশের . মাটির মানুষ,
আমার সোনার বরণ গাঁ চারিদিকে হরিৎ শোভা বহে হেথায় ফসলের বন্যা। আমি গাঁয়ের ছেলে . ফিরছি দেশে বহু বছর ছিলাম বিদেশে ভীষণ বেদনা লেগেছে বুকে আজ অনেক বছর পরে দেখব আমি আমার মাকে।
ও মাঝি তোমার নৌকাখানি . ভাসাও জলে আর তর সয়না যে মোর বহুদূর যে মোর গাঁ-খানা ফিরতে ফিরতে হয়ে যাবে- . যে কাল ভোর। পৌষের এই শেষে ফিরছি আমি দেশে . . .