রক্ত-গোলাপ
কবি রাধারাণী দত্ত
বিজয়চন্দ্র মজুমদার সম্পাদিত বঙ্গবাণী পত্রিকার পৌষ ১৩৩৩ (জানুয়ারী ১৯২৭) সংখ্যায়
প্রকাশিত।
রুদ্ধ ব্যথার রক্তরাগে রঙীন হ’য়ে উঠ্ লে গো
. কণ্টকাকুল কুঞ্জ-কানন কোলে,
সব্ জে শাড়ীর ঘোমটা তুলে আলোর ছোঁয়ায় ফুটলে গো
. দখিন হাওয়ার মন্দ-মৃদুল দোলে!
রক্ত-গোলাপ! রক্ত-গোলাপ! তোমার রাঙা বুকের খুন
কোন্ তরুণীর তপ্ত-হিয়ার ব্যর্থ-অনুরাগ --- করুণ!
সমর্পণ
কবি রাধারাণী দত্ত
কেশবচন্দ্র গুপ্ত ও কৃষ্ণদাস চন্দ্র সম্পাদিত “অর্চ্চনা” পত্রিকার ফাল্গুন ১৩২৯ (মার্চ ১৯২৩)
সংখ্যায় প্রকাশিত।
তারে মোর এ জগতে ছিল যা’ দেবার
হে দেবতা! সকলি তো রয়ে গেছে বাকি,
আজিকে বাসনা লয়ে চরণ-সেবা’র
তার পূজা-অর্ঘ্য কহ কোনখানে রাখি?
তার প্রাপ্য যাহা দেওয়া হয় নাই তারে
দ্বিগুণ হয়েছে তাহা আজি গুরু-ভার
দুর্ব্বল পরাণ মোর বহিতে যে নারে
নিষ্কাম পবিত্র অশ্রু-ধৌত-প্রেম আর!
লঘু গুরু যত কিছু অপরাধ ত্রুটী
জ্ঞানহীনা করিয়াছি তার দু’টি পায়
ক্ষুব্ধ প্রাণ আজি তাই ধরাতলে লুটি’
শূন্যে চাহি অশ্রু-জলে করে হায় হায়।
তার পূজা কোথা রাখি, ও চরণ বিনা
তব কাছে তার ক্ষমা লব দ্বিধাহীনা।