কবি রাধারানী দেবী  - জন্মগ্রহণ করেন কোচবিহার রাজ্যে। তাঁর পিতা আশুতোষ ঘোষ ছিলেন
কোচবিহার প্রদেশের ডেপুটি ম্যাজিস্ট্রেট। কবির কৈশোরের প্রারম্ভ পর্যন্ত কাটে কোচবিহারেই। বাড়ীতেই
গৃহশিক্ষকের কাছে এবং বিদ্যালয়ে পড়াশুনা করেন। পড়াশুনায় তাঁর বিশেষ উত্সাহ ও আগ্রহ ছিল।
বাল্যকাল থেকেই বাংলা সাহিত্যের প্রতি, বিশেষ করে কাব্যের প্রতি তাঁর ঐকান্তিক অনুরাগ ছিল।
কোচবিহারের প্রাকৃতিক সৌন্দর্য তাঁর কবি প্রকৃতিকে উত্সাহিত করেছিল কবিতা লেখার জন্য।

কৈশোর শেষ হবার আগেই তাঁর বিয়ে  দেওয়া হয়  রামপুর রাজ্যের স্টেট ইঞ্জিনিয়ার সত্যেন্দ্রনাথ দত্তর
সঙ্গে। বিয়ের অল্পকাল পরেই, তাঁর বালিকা অবস্থাতেই, তাঁর স্বামীর মৃত্যু হয় ইনফ্লুয়েঞ্জায়। এই দুর্ঘটনার
পরেই পিতৃকূল ও শশুরকূলের অভিভাবকেরা তাঁর পুনর্বিবাহের জন্য প্রস্তুত হয়েছিলেন। কিন্তু রাধারাণী
দেবী তা দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেন। দীর্ঘকাল বৈধব্য অবস্থা কাটান তাঁর শশুরবাড়ীতেই।

পরে তাঁর বিয়ে হয়
কবি নরেন্দ্র দেব-এর সঙ্গে | বিখ্যাত সাহিত্যিক নবনীতা দেবসেন এঁদের কন্যা |

১৯২৩ সাল থেকে তাঁর রচনা প্রকাশিত হতে শুরু করে “ভারতবর্ষ”, “বসুমতী”, “মানসী”, “মর্ম্মবাণী” প্রভৃতি
পত্র-পত্রিকায়। তিনি "লীলাকমল" (১৯৩০), "সিঁথিমৌর" (১৯৩২), "বনবিহগী" (১৯৩৭) প্রভৃতি কাব্যগ্রন্থের
রচয়িতা |

তিনি “অপরাজিতা দেবী” ছদ্মনামে
"বুকের বীণা" (১৯৩০), "আঙিনার ফুল" (১৯৩৪), "পুরবাসিনী" (১৯৩৫)
ইত্যাদি কাব্যগ্রন্থ রচনা করেন, সমকালীন সমালোচকদের এই ভ্রান্ত বিশ্বাসের প্রতিবাদে যে মেয়েরা তাদের
নিজের কথা নিজের ভাষায় বলতে অসমর্থ | এই কবিতাগুলির মধ্যে অন্তঃপুরের অন্তরঙ্গ জগত্ আত্মপ্রকাশ
করে বিশ্বস্ততার সঙ্গে |

শরত্চন্দ্রের সঙ্গে কবির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল | শরত্চন্দ্রের অসমাপ্ত উপন্যাস "শেষের পরিচয়" তিনি শেষ
করেন | "শরত্চন্দ্র : মানুষ ও শিল্প" গ্রন্থটি শরৎ প্রতিভার বিশ্লেষণে তাঁর অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টির সার্থক
সমন্বয় |

কবি নরেন্দ্র দেবের সঙ্গে রাধারানী দেবী ১৯৩৮ সালে "কাব্য-দীপালি" নামে কবিতার সঙ্কলন সম্পাদনা করেন
যা খুব প্রশংসিত হয় |


আমরা
মিলনসাগরে  তাঁর কবিতা প্রকাশিত করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে আমাদের এই
প্রচেষ্টা সার্থক বলে মনে করবো।




কবি রাধারাণী দেবীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন

.                     
উত্স:
  যোগেন্দ্রনাথ গুপ্ত, বঙ্গের মহিলা কবি, ১৯৩০     
.         
ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী, ২০০৩,
.         
ডঃ শর্মিষ্টা সেন, অধ্যাপিকা, জাকিরহুসেন কলেজ, দিল্লী


আমাদের ই-মেল
- srimilansengupta@yahoo.co.in      


এই পাতার প্রথম প্রকাশ - ২০০৬
পরিবর্ধিত সংস্করণ - ১৬.১১.২০১৪

১৯টি নতুন কবিতা নিয়ে মোট ৪৩টি কবিতার পরিবর্ধিত সংস্করণ - ৬.৮.২০১৬


...