কবি রঘুমণি দেবীর কবিতা |
ঈশ্বরকে যেন না ভুলি কবি শ্রীমতী রঘুমণি দেবী হে জহদীশ্বর, পাপ তাপ হর, জ্বলে মরি প্রাণ যায়। কে আছে আমার, তোমা বিনা আর, মতি রাখ তব পায়॥ অনাথের নাথ, তুমি জগন্নাথ, তুমি অখিলের পতি। তোমার কৃপায়, জীব সমুদায়, মহীতলে করে স্থিতি॥ আমি মূঢ় জন, না জানি সাধন, হিতাহিত-জ্ঞান-হীন। এ ভব মণ্ডলে, ঘোর মায়া জালে. বদ্ধ আছি নিশি দিন॥ আত্মসুখ লাগি, সদা অনুরাগী, মত্ত থাকি অনিবার। তব প্রতি মন, খাকে অনুক্ষণ, নিবেদন এ দীনার॥ পেয়ে পরিজন, ভুলে গেল মন, সংসার ভাবিনু সার। এভব পাথারে, পাসরি তোমারে, কেমনে হইব পার॥ ভাই বন্ধু জন, আজি ত আপন, কালি কেহ কারু নয়। বিভব দেখিলে, তাহারা সকলে, কাছে আসে নত প্রায়॥ কিন্তু ধন গেলে, পলায় সকলে, নাহি করে অন্বেষণ। এইত আচার, করে বার বার, সংসারের সর্ব্বজন॥ ওহে মূলাধার, কর মোরে পার, এ ভব সাগর হতে। তব কৃপা বিনা, কিছুই দেখি না, আশা মম এজগতে॥ তোমার কৃপায়, সদা বায়ু বয়, যাহাতে জীবন ধরি। নদী যত সব, আজ্ঞাধীন তব, তৃষ্ণা যাতে দূর করি॥ আছে গ্রহ যত, তব আজ্ঞা মত, চলিছে গগন পথে। তব মহিমায়, রবি আলো দেয়, শশী ভ্রমে তারা সাথে॥ আমার প্রার্থনা, চরণে ধারণা, কর তুমি বিশ্বপতি। যায় যেন ভয়, ওহে দয়াময়, তোমাতেই থাকে মতি॥ . ************************* . সূচিতে . . . মিলনসাগর |