কবি রহীমুন্নিসার কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি রহীমুন্নিসা তাঁর স্বামীর আদেশে সৈয়দ আলাওলের “পদ্মাবতী” নকল করে দেন। সেই
সম্পর্কে লিখেছেন . . .

“শুন গুণিগণ                হই এক মন
.        লেখিকার নিবেদন।
অক্ষর পড়িলে            টুটা পদ হৈলে
.        শুধরিতা সর্বজন॥
পদ এই রাষ্ট্র                হেন মহাকষ্ট
.        পুঁথি সতী পদ্মাবতী।
আলাওল মণি             বুদ্ধি হলে গুণী
.        বিরচিল এ ভারতী॥
পদের উকতি            বুঝি কি শকতি
.        মুই হীন তিরী জাতি।
স্বামীর আদেশ           মানিয়া বিশেষ
.        সাহস করিনু গাঁথি॥”

.             ****************                                                       
উপরে   




মিলনসাগর
*
কবি রহীমুন্নিসার পিতামহ ইংরেজের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে চট্টগ্রামে অজ্ঞাতবাস বরণ
করেন। তাই নিয়ে কবি লিখেছেন . . .

অগ্রগামী হইয়া ইংরাজ যুদ্ধ দিল।
দৈবদশা ফিরিঙ্গীর বিজয় হইল॥
মুখ্য মুখ্য সবের বহুল রত্নধন।
লুটিয়া করিল খয় যত পাপিগণ॥

.             ****************                                                       
উপরে   




মিলনসাগর
*
কবি রহীমুন্নিসা নিজের পরিচয় “শ্রীমতী রহীমুন্নিসা” জানিয়েছেন এইভাবে . . .

স্বামী আজ্ঞা শিরে পালি লিখি এ-ভারতী।
রহিমন্নিচা নাম জান, আদৌ ছিরিমতী॥

.             ****************                                                       
উপরে   




মিলনসাগর
*
কবি রহীমুন্নিসার শোকের কবিতার কয়েক পংক্তি . . .

নয়া সন নয়া সাল ফিরে বারে বার।
মোর জাদু কাল ফিরি না আসিল আর॥
আশ্বিনেতে খোয়াময়                কান্দে তরুলতাচর,
‘ভাই’ বলি কান্দি উভরায়।
আমার কান্দন শুনি                বনে কান্দে কুরঙ্গিনী
জলে মাছ কান্দিয়া লুকায়॥

.                    ****************                    
.                                                                                                  
উপরে  




মিলনসাগর
*