কবি রহীমুন্নিসা - অষ্টাদশ শতকের সম্ভবত একমাত্র মুসলমান মহিলা কবি। একটি পত্রিকায়,
বাংলাদেশের বাংলা আকাদেমির একদা-সম্পাদক ডঃ মুহম্মদ এনামুল হক্ তাঁর “রহীমুন্নিসা” প্রবন্ধে একথা
জানিয়েছেন।
কবি রহীমুন্নিসার জন্ম-মৃত্যু জানা নেই। কিন্তু তাঁর কবিতার রচনা কাল ১৭৬৩ ~ ১৮০০। এই সময়কালে
তিনি সরস স্বাভাবিক বাংলায় কাব্য সৃষ্টি করে গিয়েছেন।
কবি রহীমুন্নিসার পিতামহ ইংরেজের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে চট্টগ্রামে অজ্ঞাতবাস বরণ করেন। কবি তাঁর
স্বামীর আদেশে, সপ্তদশ শতকের রোসাঙ্গের রাজসভার কবি সৈয়দ আলাওলের “পদ্মাবতী” কাব্যটি নকল
করে দেন।
মিলনসাগরে কবি রহীমুন্নিসার কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার
সার্থকতা।
উত্স : অপ্রকাশিত রচনা, সৈয়দ মুজতবা আলী রচনাবলী, দশম খণ্ড, অগ্রহায়ণ ১৩৮৫।
কবি রহীমুন্নিসার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের যোগাযোগের ঠিকানা :-
মিলনসাগর
srimilansengupta@yahoo.co.in
.