. --রাজেশ দত্ত, ২২ আগস্ট ২০১১
. ***************************
. উপরে
মিলনসাগর
ফিরে এসো প্রাণে প্রাণে
পরে গণবাউলের বেশটা।
. ****************
. উপরে
মিলনসাগর
. রাজেশ দত্ত, ৫ ফেব্রুয়ারি ২০১১
. ****************
. উপরে
মিলনসাগর
লালনের গানে গানে
মনের মানুষ নাও গো চিনে।
সুরের মাঝেই সুরের গুরুর
হয় অন্বেষণ।।
. -- রাজেশ দত্ত, ৯ জুলাই ২০০৯
. ****************
. উপরে
মিলনসাগর
বেচাকেনায় মন ভরে না।
তবু সাধ থাকে, আশা থাকে
প্রেম-ভালোবাসা থাকে।
বৈঠারও ভাষা থাকে,
কেউ তা বুঝতে পারে না।।
. -- রাজেশ দত্ত, ১৬ জুলাই ২০০৯
. ****************
. উপরে
মিলনসাগর
উদাস বাউল খুঁজে ফেরে আকুল পরানে।
মন জানালা খুলে রেখে
পথের পানে চেয়ে থাকে
পাগলপারা উতল চোখে,
কেউ তা বোঝে না।।
. -- রাজেশ দত্ত, ১৫ জুলাই ২০১০
. ****************
. উপরে
মিলনসাগর
আমি তোমার প্রাণের গান।
দু’জনাতে সুখের খোঁজে
চলো না যাই বাউল-বাগান।
অমাবস্যায় চাঁদ লেগেছে,
আকাশ জুড়ে পূর্ণমাসী।।
. -- রাজেশ দত্ত, ১০ আগস্ট ২০০৯
. ****************
. উপরে
মিলনসাগর
তাহার নামটি রঞ্জনা
কবি রাজেশ দত্ত
কণ্ঠশিল্পী - সুতপা বন্দ্যোপাধ্যায়
‘পাল্টা স্রোতের গান’ অডিও সিডির গানটির ইউটিউবে ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . .
আমাদের সেই খঞ্জনা গ্রামে
আজো বয়ে চলে অঞ্জনা নদী।
শুধু সাড়াটুকু দেয় না তো কেউ আর
রঞ্জনা বলে ডাকি আজ তারে যদি।
তাহার দুটি পালন করা ভেড়া
নারী
কবি রাজেশ দত্ত
নারী, তুমি তুলসীতলার পিদিম?
জীবন্ত এক টেরাকোটার মূর্তি দামি?
নারী, তুমি বছর বছর
ভ্রূণ হত্যার সালতামামি?
নারী, তুমি রামকেষ্টর নরক-দুয়ার?
শাস্ত্র বচন, বিধান শরিয়তি?
নারী, তুমি পণের টাকায় ফ্রিজ কি গাড়ি,
হিসেব কষা লাভ আর ক্ষতি?
নারী, তুমি দশটি মাস আর দশটি দিনে
গোপন সুখ যত্নে ধরা?
নারী, তুমি রঙিন শাড়ি নিপাট যেন
আলনাতে ভাজ করা?
নারী, তুমি নখের পালিশ, চোখের কাজল
ঠোঁট রাঙানো লাল লিপস্টিক?
নারী, তুমি ফেমিনিজমের ঝোড়ো হাওয়ায়
পথ হারানো মূল্যবোধের ঠিকবেঠিক?
নারী, তুমি ভিড়ের বাসে
লেডিস সীটের সন্ধানী মন?
নারী, তুমি পার্ক হোটেলে
বিলাস সুখে রাত্রিযাপন?
নারী, তুমি চড়া সাজ আর
কড়া মেকাপ আলগা চটক?
নারী, তুমি বাঈজি নাচা
কলকাতাতে তিনটি শতক?
নারী, তুমি কলকাতাতে সিক্ত বসনা
হেমেবাবুর তুলির টানে আঁকা ছবি?
নারী, তুমি বনলতা কি নীরা কিংবা
হরেক কবির মনগড়া রূপকথা?
নারী, তুমি চিতার আগুনে রূপ কানোয়ার?
উপাখ্যানের সাবিত্রী বা সীতা?
নারী, তুমি সলীল চৌধুরীর সুরে
একুশ শতকের ‘প্রশ্ন’
কবি রাজেশ দত্ত
আমেরিকা, তুমি যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে
এই ভারতের দ্বারে --
তারা বলে গেল, ‘কাঁচামাল দাও’,
বলে গেল, ‘খোলো বাজার’---
বেগার খাটিতে গরিব মজুর জোগাও হাজার হাজার।
দেবব্রত বিশ্বাস স্মরণে : জন্মশতবর্ষের শ্রদ্ধার্ঘ্য
কবি রাজেশ দত্ত
‘ব্রাত্য’ তবু সত্য তুমি গানের ভুবনে সুরের গুরু।
গনশিল্পী সুরেশ বিশ্বাসে’র স্মৃতির উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য
তুমি আমাদের অতি চেনা বন্ধু
কবি রাজেশ দত্ত,
সুরেশ বিশ্বাসের গান “আমি তোমাদের অতি চেনা বন্ধু”-এর মূল সুরে সুরারোপিত
কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .
তুমি আমাদের অতি চেনা বন্ধু,
উজানি নাওয়ের মাঝি
কবি রাজেশ দত্ত
কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .
জীবন নদীর ধারা
আল-বাঁধে বাঁধা পড়ে না।
উজানি নাওয়ের মাঝি
হাটের সওদা করে না।
বাতাস লেগেছে পালে,
দরিয়ায় ঢেউ তুলে