কবি রাজেশ দত্তর গান ও কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।   www.milansagar.com
*
বৃটিশ রাজের বুক কাঁপালো।
কত না বীর আসফাকউল্লা
দেশের জন্য শহীদ হলো।
রোকেয়া দিলেন মুক্তিমন্ত্র
বঙ্গনারীর প্রাণে প্রাণে।
তবু যবন বলে রাখলে দূরে,
করলে ঘৃণা মুসলমানে।

ভালোবাসার আতিশ জ্বালায়
মির্জা গালিবের শায়েরী।
মেহেদি হাসান শুনতে বসে
কে বলো জাত বিচার করি?
দেখলাম না জাতের কী রূপ,
লালন বলে আপন মনে।
তবু যবন বলে রাখলে দূরে,
করলে ঘৃণা মুসলমানে।

- রাজেশ দত্ত, ৩ ফেব্রুয়ারি, ২০১১, চন্দননগর ।

.    ***************************                    
.                                                                                     
উপরে      




মিলনসাগর     
কোনও গণসংগীত সংস্থা বা শিল্পী, এই কবির এই গানগুলি অথবা তাঁর অন্যান্য গানের সুর ও স্বরলিপি পেতে আগ্রহী
হলে নীচের চলভাষে যোগাযোগ করতে পারেন -
চলভাষ - ৯৪৩৪৫১৬৮৯৮ / ৯৩৩০৪৬২৬২০ / ৯৪৩৩৫৬৬৩০২
অথবা ই-মেল করুন-
rajeshdattain@yahoo.com / rajeshdattain@gmail.com    
অথবা এই ওয়েব-সাইটে মেল করুন -
srimilansengupta@yahoo.co.in     
*
ইটের গাঁথনির তলে।
ওই মজুরেরাই সাথে আছে,
কে আমাদের রোখে ?
খবর পাবে না, খাঁচা নিয়ে পাখি
উড়ে যাবে কোন্‌ ফাঁকে।

কয়েদ করো, ফাঁসিতে চড়াও,
পিঠে চাবুক মারো।
ন্যায়ের পথেই চলবো আমরা
যতই জুলুম করো।
লোহার কড়া পরাও হাতে,
কাঁটা ছড়াও চলার পথে।
মারবে কতো? দেখবো তোমার
ক’দিন দম থাকে।
খবর পাবে না, খাঁচা নিয়ে পাখি
উড়ে যাবে কোন্‌ ফাঁকে।


- রাজেশ দত্ত, ১৪ মে ২০১২, চন্দননগর।

.    ***************************                    
.                                                                                     
উপরে      




মিলনসাগর     
*
শহীদের পথে আজ প্রাণ দেবো বলি
ক্রান্তিকালের আহ্বানে।
ওগো ভগৎ সিং, তুমি বেঁচে আছো
মজুর-কিষাণের খুনে।
ওগো ভগৎ সিং, আজও বেঁচে আছো
রক্তে রাঙা নিশানে।।

-- রাজেশ দত্ত, ২৭ সেপ্টেম্বর, ২০১২, চন্দননগর।

.    ***************************                    
.                                                                                     
উপরে      




মিলনসাগর     
*

-- রাজেশ দত্ত, ১৪ সেপ্টেম্বর ২০১২, চন্দননগর।

.           ***************************                    
.                                                                                     
উপরে      




মিলনসাগর     
*
.                     ঠুঁটো পুলিশ-প্রশাসন।।

শুক বলে, দিদির কাছে ন্যায়ের বিচার পাবে।
শারি বলে, রাজবন্দিরা মুক্ত হবে কবে?
.                     কে তার জবাব দেবে?

শুক বলে, স্বস্তি এলো জঙ্গলমহলে।
শারি বলে, পুলিশ-সেনার হানাদারি চলে,
.                     জোটে ভৈরবেরাও দলে।।

শুক বলে, আমার দিদি শিল্প ভালোবাসে।
শারি বলে, আঁকলে কার্টুন পড়বে রাজরোষে,
.                     পুলিশ ধরবে এসে।।

শুক বলে, দিদির খ্যাতি ‘টাইম’ ম্যাগাজিনে।
শারি বলে, ঘাতক মোদীও বসে একাসনে,
.                     মিলন মণিকাঞ্চনে।।

শুক বলে, আনলো দিদি শান্তি ঘরে ঘরে।
শারি বলে, বুলেট-ব্যাটন-বেয়নেটের জোরে
.                     শ্মশাণের শান্তি গড়ে।।

শুক বলে, আমার দিদি ‘মা-মাটি-মানুষ’-এর।
শারি বলে, ‘মান’ তো গেছে, নেইকো বালাই হুঁশের,
.                     এখন চলছে শাসন ত্রাসের।।

-- রাজেশ দত্ত, ২০ মে ২০১২, চন্দননগর।

.           ***************************                    
.                                                                                     
উপরে      




মিলনসাগর     
*
রাজপেয়াদার শূল,
আদিবাসীদের রক্তে মাখা
যাদের দশ আঙুল,
আজকে তারাই ঘটা করে
পালন করছে ‘হুল’!

*********************

-- রাজেশ দত্ত, ৩০ জুন ২০১২, চন্দননগর।

.           ***************************                    
.                                                                                     
উপরে      




মিলনসাগর     
*
বোকা-বাক্সে চ্যানেল বদল করে।
জমে উঠেছে ভোটের হট্টমেলা,
ক্রোধের বারুদ জমছে লালগড়ে।।

-- রাজেশ দত্ত, ৯ এপ্রিল ২০১১



ভোটযুদ্ধ ২০১১
জনজোয়ারে উদ্বেল রাজপথ

.    ***************************                    
.                                                                                     
উপরে      




মিলনসাগর     
*
সব ঢেলে দিতে ভোটের ব্যালটে
ভয় পাইনি তো লাঠি ও বুলেটে।
‘লাল’ সন্ত্রাস নিকেশ করতে
নেমেছি দিদির সঙ্গে লড়তে।
লালবাড়ি গিয়ে রেখো গো স্মরণ,
আমাদেরই খুনে ‘পরিবর্তন’!

-- রাজেশ দত্ত, ৪ মে ২০১১

.    ***************************                    
.                                                                                     
উপরে      




মিলনসাগর     
*

.    ***************************                    
.                                                                                     
উপরে      




মিলনসাগর     
*
‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’।।

-- রাজেশ দত্ত, ৩০ এপ্রিল ২০১২

.    ***************************                    
.                                                                                     
উপরে      




মিলনসাগর     
যবন বলে রাখলে দূরে
(‘লালনগীতির’ আঙ্গিকের সুরে এই গানটি লেখা)
কথা ও সুর - কবি রাজেশ দত্ত
শিল্পী সুতপা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটির
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   
কবিকণ্ঠে এই গানটির  
অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .    

যবন বলে রাখলে দূরে,
জেলখানার কবিতা : বন্দি করবে কাকে?
মূল হিন্দী কবিতা - দীপক ডেঙ্গলে (কবীর কলা মঞ্চ, পুণে, মহারাষ্ট্র)
বাংলা অনুবাদ ও গীতি রূপান্তর - কবি রাজেশ দত্ত

শিল্পী সুতপা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটির
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   

লক্ষ লক্ষ মুক্ত বিহঙ্গ,
ভগৎ সিং, তুমি বেঁচে আছো
মূল হিন্দীগানের কথা ও সুর - শীতল শাঠে (কবীর কলা মঞ্চ, পুণে, মহারাষ্ট্র)
বাংলা রূপান্তর - কবি রাজেশ দত্ত

কবিকণ্ঠে ইউটিউবে গানটির
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .    
কবিকণ্ঠে
সাউণ্ডক্লাউডে এই গানটির  অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .    
মূল হিন্দী গানটি শুনতে  
এখানে ক্লিক করুন . . .    

ওগো ভগৎ সিং, তুমি বেঁচে আছো
মজুর-কিষাণের খুনে।
কুডানকুলামের পরমাণু বিদ্যুৎ বিরোধী গণআন্দোলনের গান
(শহীদ এণ্টনিসামী ও সহায়াম-এর অমর স্মৃতির উদ্দেশে)
কথা ও সুর - কবি রাজেশ দত্ত

শিল্পী বন্দনা মণ্ডলের কণ্ঠে এই গানটির  
লাইভ ভিডিও দেখতে এখানে ক্লিক্ করুন . . .   
হাতিবাগান ‘চেতনা’র বিজ্ঞান মেলা’র অনুষ্ঠান মঞ্চে ‘পি.এল.এস.এম’ গণসংগীত দলের শিল্পীদের কণ্ঠে
গানটির  
ভিডিও শুনতে এখানে ক্লিক করুন . . .   

কুডানকুলাম, কুডানকুলাম!
শুক-শারি কথা - ‘পরিবর্তনে’র বর্ষপূর্তি
(প্রচলিত পাঁচালি গানের সুরে সুরারোপিত)
কথা ও সুর - কবি রাজেশ দত্ত

‘গণতন্ত্র’ বিনাশিনী দিদি আমাদের।
দিদি আমাদের, আমরা দিদির
হুল দিবস - তিনটি ছড়া
(ছত্তিশগড়ের বিজাপুর গণহত্যার প্রতিবাদে)
কবি রাজেশ দত্ত

(১)
লাশের পরে লাশ --
হত্যার উল্লাস।
অরণ্য জুড়ে দস্যুর হানা,
দানবিক সন্ত্রাস।
মরছে কারা, মারছে কারা ?
জমি-জঙ্গল কাড়ছে কারা ?
জানতে চায় না নিয়ন আলোর
বিজ্ঞাপনের শহর।
ভোটফোঁটার ছড়া
(গ্রামবাংলার জনৈক ভোটারের জবানবন্দি)
কবি রাজেশ দত্ত

তর্জনীতে দিলাম ফোঁটা,
‘বাম’-দুয়ারে পড়লো কাঁটা।
বোতাম টিপে ঘাসফুলে
ভোট দিয়েছি তৃণমূলে।
এখন করি হাপিত্যেশ,
শেকড়ের সন্ধানে
(গ্রামবাংলার জনৈক ভোটারের জবানবন্দি)
কবি রাজেশ দত্ত

আছি প্রতিবাদে, বিরুদ্ধতার পথে।
অর্পিতা উবাচ
কবি রাজেশ দত্ত

অর্পিতা ঘোষ
খুঁজছেন দোষ
নোনাডাঙার আন্দোলনে।
কারা ফ্ল্যাট বেচে
বস্তিতে আছে
সবকিছু তাঁর নখদর্পণে!