কবি রাজেশ দত্তর গান ও কবিতা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। www.milansagar.com
|
আমি চাই নৈরাজ্য।
বধ্যভূমিতে শান্তি মিছিল
নির্মম পরিহাস।
লড়াই করেই রুখতে হবে
শাসকের সন্ত্রাস।
জাগো বিদ্রোহ, জাগুক বাংলা,
বাজুক রণদামামা।
সশব্দে ফেটে যেতে চাই
হয়ে একটি মানব-বোমা।
. ***************************
. উপরে
মিলনসাগর
হে মানবতা
কথা ও সুর – রাজেশ দত্ত
হে মানবতা, আমায় করো গো ক্ষমা।
ক্রোধের বারুদে করো গো আমায়
একটি মানব-বোমা।
শিরায় শোণিতে আগুন জ্বালাও,
নন্দীগ্রামে উঠল জেগে হাজার অহল্যা।
শিশুর লাশ আগলে বুকে
মা-মাটির কান্না।
. ***************************
. উপরে
মিলনসাগর
নন্দীগ্রামের মা
কথা ও সুর কবি রাজেশ দত্ত
১৫ই মার্চ ২০০৭
কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .
অদ্রীশ দাশ নির্মিত “রক্ত দিয়ে” শীর্ষক মিউজিক ভিডিও ইউটিউবে দেখুন এখানে ক্লিক করে . . .
নন্দীগ্রামের মা, আমার মাতঙ্গিণী মা
রক্ত দিয়ে জাগিয়ে দিলি মরা বাংলা।
তোর বুকের রক্তে ভাসল স্বদেশ,
তাপসীর শবের চিতায়
গণতন্ত্র জ্বলে।
দাওনা যতই তারের বেড়া।
যতই বসাও রাতপাহাড়া।
(দেখো) মানবজমিন আবাদ করে
সোনার ফসল ফলে।
. ***************************
. উপরে
মিলনসাগর
সিঙ্গুর থেকে নন্দীগ্রাম ১
কথা ও সুর রাজেশ দত্ত
কিষাণ জাগো, মজুর জাগো
সিঙ্গুর আজ বলে।
চাষের জমি হচ্ছে উজাড়
ভাঙব রে তার বেড়া।
(আজ) লড়াই ছাড়া বাঁচার পথ নাই,
থাকিস নে মন ধন্দে রে।
. ***************************
. উপরে
মিলনসাগর
সিঙ্গুর থেকে নন্দীগ্রাম ২
কথা ও সুর রাজেশ দত্ত
চাষের জমি লইট্যা নিতে
রতন টাটা আইল রে।
সোনার সিঙ্গুর খাইল রে।
(আমার) চাষের লাঙ্গল কান্দে রে।
আগুন জ্বলছে বুকে,
বোমা-গুলি-বন্দুকে
এ আগুন নিভবে না, জেনো রেখো পরিণাম।
. ***************************
. উপরে
মিলনসাগর
সিঙ্গুর থেকে নন্দীগ্রাম ৩
কথা ও সুর রাজেশ দত্ত
সংগ্রাম-গণসংগ্রাম।
ডাক দিয়েছে নন্দীগ্রাম।
জনতার প্রতিরোধে,
বিক্ষোভে-প্রতিবাদে
গাঁয়ের চাষির দুঃখে শোকে
মায়াকান্না কাঁদি।
পাশের বাড়ি পুড়ছে দেখেও
রুদ্ধ করি দ্বার।
তাপসী, তোর খুনের দায়ে
আমরা গুনাহগার।
. ***************************
. উপরে
মিলনসাগর
তাপসী
কথা ও সুর – কবি রাজেশ দত্ত
১৯শে ডিসেম্বর ২০০৬
কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .
তাপসী, তুই হেতাল তো নোস,
খেত মজুরের মেয়ে।
মিছিল সভা করবে ক’জন
খুনের বিচার চেয়ে?
তোর মরণে ক’জন বাবুর
ভিজবে চোখের পাতা?
জনস্রোতে ভাসবে কি আর
রাজপথ, কোলকাতা?
হেতাল পারেখ ধনীর মেয়ে